Ajker Patrika

বাহুবলে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৮: ২৭
বাহুবলে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ইউপি নির্বাচনে প্রতীক পেয়েছেন ৪০ চেয়ারম্যান, ১০২ সংরক্ষিত নারী সদস্য ও ৩২৬ সাধারণ সদস্য পদপ্রার্থী। গত শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তারা। এ সময় কোনো কোনো পদের একই প্রতীকে একাধিক প্রার্থী থাকায় লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

চেয়ারম্যান পদে বিভিন্ন ইউপিতে প্রতীক পাওয়ারা হলেন-স্নানঘাট ইউপিতে হারুন অর রশীদ নৌকা, মো. তাজুল ইসলাম আনারস, মো. মুদ্দত আলী অ্যাডভোকেট মোটরসাইকেল, মনোরঞ্জন রায় চশমা ও মোহাম্মদ তোফাজ্জল হক ঘোড়া প্রতীক পেয়েছেন। পুটিজুরী ইউপিতে মো. মুদ্দত আলী নৌকা, খোরশেদ আলম ঘোড়া, শাহ ফয়জুল কবির আনারস ও মঈন উদ্দিন আরিফ চশমা প্রতীক নিয়ে লড়বেন। সাতকাপন ইউপিতে নারায়ন চন্দ্র পাল নৌকা, শাহ আবদাল মিয়া লাঙ্গল মো. আব্দুর রেজ্জাক আনারস, ফজলুল হক ঘোড়া, আজিজুর রহমান তালুকদার মোটরসাইকেল, মোহাম্মদ ছায়েদ আহম্মদকে দেওয়াল ঘড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।

বাহুবল সদর ইউপিতে মো. রিফাত ইসলাম মুরাদ নৌকা, নূর উদ্দিন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী লাঙ্গল, আজমল হোসেন চৌধুরী ঘোড়া ও মো. কাজল তালুকদার আনারস প্রতীক পেয়েছেন।

লামাতাসী ইউপিতে সাইফুর রহমান জুয়েল নৌকা, আ. ফ. ম. উস্তার মিয়া তালুকদার লাঙল, হাবিবুর রহমান চৌধুরী টেনু চশমা, আব্দুল কাইয়ূম চেয়ার, এস. এম ফারুক ঘোড়া শাহীন মিয়া আনারস প্রতীকে নির্বাচন করবেন। মিরপুর ইউপিতে মো. সাইফুদ্দিন নৌকা, ডা. মো. রমিজ আলী লাঙ্গল, মো. নূরুল হক আছকির আনারস, আব্দুল আউয়াল মোটরসাইকেল, মো. শামিম আহমেদ চশমা, মীর একেএম জমিলুননব্বী টেবিল ফ্যান, মো. হেলাল মিয়া অটোরিকশা, মো. আব্দুল মুতালিব রুবেল ঘোড়া ও মো. শামীম মিয়া টেলিফোন প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ভাদেশ্বর ইউপিতে কামরুজ্জামান নৌকা, মো. শাহাব উদ্দিন হাতপাখা, মো. আব্দুর রউফ বাহার চশমা, মো. তাজুল ইসলাম চৌধুরী আনারস, মো. মাখন মিয়া মোটরসাইকেল ও মো. জুনায়েদ মিয়া ঘোড়া প্রতীকে নির্বাচন করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত