Ajker Patrika

কার্ড স্ক্যান করলেই প্যাড পাচ্ছে শিক্ষার্থীরা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৪: ৫৫
কার্ড স্ক্যান করলেই প্যাড পাচ্ছে শিক্ষার্থীরা

পিরিয়ডের সময় সবচেয়ে বেশি সমস্যায় ভুগতে হয় স্কুলপড়ুয়া মেয়েদের। অনেকে লজ্জা ও ভয়ে বিষয়টি চেপে যায়। করে স্কুল কামাই। এমন দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসির বিদায়ী শিক্ষার্থীরা তাঁদের চাঁদার টাকায় ছাত্রীদের জন্য উপহার দিয়েছেন হাইজিন স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন। তাঁদের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকেরা।

বিদায়ী শিক্ষার্থী আফরিনা নওশিন জবার কথায়, ‘বিদায় অনুষ্ঠান আয়োজনের আগে চিন্তায় আসে, জুনিয়র শিক্ষার্থীদের কিছু উপহার দেওয়া যায় কি না। সেই চিন্তাভাবনা থেকে ঢাকার একটি প্রতিষ্ঠানের ওয়াশরুমে হাইজিন স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন আছে বলে জানতে পারি। মূলত সেখানকার ধারণা থেকে বিদ্যাময়ীতে এটি উপহার দেওয়া। পরে দিবা শাখার ১৩৬ জন শিক্ষার্থী ১৮০ টাকা করে চাঁদা দিয়ে ভেন্ডিং মেশিন কিনে দিই।’

মায়মুনাহ সরকার অর্থির ভাষ্য, ‘খুব সহজেই একটি কার্ডের মাধ্যমে স্ক্যান করলে প্যাড চলে আসবে। এখন আর লজ্জায় কাউকে ক্লাস কামাই করতে হবে না। মেশিনটি চলে বিদ্যুৎ ও ওয়াইফাই সংযোগে। প্রত্যেক ক্লাসের ক্লাস ক্যাপ্টেন ও নারী শিক্ষকদের কাছে কার্ড দেওয়া আছে। স্কুলে আসার পর যে কারও পিরিয়ড হলে, তাঁরা সহজে সেবাটি পাবে।’

দশম শ্রেণির শিক্ষার্থী অহনা বলছিল, ‘এ সম্পর্কে আমরা অনেকে হীনম্মন্যতায় ভুগি, কারও সঙ্গে কথা বলতে চাই না। এখন হাইজিন স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপনের ফলে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে।’

অভিভাবক মাহমুদা আক্তার বলেন, ‘যখন ছোট মেয়েদের পিরিয়ড হয়েছে যায়। তখন তারা মানসিক অবসাদে ভোগে। এখন আর সেটি হবে না। তারা নিজেদের সুরক্ষা নিজেরাই নিতে পারবে।’

বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের সহকারী শিক্ষক আয়েশা আক্তার বলেন, ‘মেয়েরা স্কুলে তাদের ছোট বোনদের হাইজিন স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উপহার দিতে চায়। তাদের বিদায় উপলক্ষে এমন সিদ্ধান্ত আমাদের জানালে আমরা সাধুবাদ জানাই। বিদ্যাময়ীর মাধ্যমে সারা দেশের মানুষ শিখবে। একসময় মেয়েরা ইতস্তত বোধ করত, এখন তারা এ থেকে বেরিয়ে এসেছে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, ‘মেয়েরা এখন অনেক অগ্রসর। তাদের কিছু কাজ আমাদের মুগ্ধ করে। সম্প্রতি এসএসসির বিদায়ী শিক্ষার্থীদের চাঁদার টাকায় কেনা হাইজিন স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনে সুরক্ষা পাবে প্রায় ২ হাজার ১০০ শিক্ষার্থী। এতে মেয়েদের স্কুলে অনুপস্থিতি কমবে, সুরক্ষায় থাকবে। আমরা চাই মেয়েরা আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলুক, নিজেদের বিষয়ে সচেতন হোক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত