শাহীন রহমান, পাবনা
সারা দেশের মতো ঝিনাইদহেও নিত্যপণ্যের দামে বেড়ে চলেছে। চাল থেকে শুরু করে প্রায় প্রতিটি খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস অবস্থা স্থানীয়দের।
গতকাল ঝিনাইদহ শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রায় সব জিনিসের। গত সপ্তাহে প্রতি কেজি চিকন চাল বিক্রি হয়েছে ৫৫ টাকায়। এই সপ্তাহে তা বেড়ে হয়েছে ৫৭ টাকা।
এ দিকে আকাশ ছুঁই ছুঁই আটার দাম। গত সপ্তাহে এক কেজি আটার দাম ৩৪ টাকা থাকলেও রোববার তা ৩৮ টাকা বিক্রি হয়েছে। আগামী সপ্তাহে বেড়ে ৪২ টাকা হতে পারে বলছেন বিক্রেতারা। ময়দার দাম বেড়েছে কেজিতে নয় টাকা। কেজিতে তিন টাকা বেড়েছে চিনির দাম।
গত সপ্তাহের তুলনায় কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ২০ টাকা। সপ্তাহের ব্যবধানে বোতলজাত এক লিটার সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৫৪ টাকায়। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী পাঁচ দিনের ব্যবধানে সয়াবিন তেলের দাম বেড়েছে চার শতাংশ।
এ দিকে প্রতি কেজি তেজপাতা বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আদা ৮০ থেকে ৯০ টাকা কেজি হলেও এখন বিক্রি হচ্ছে ১১০ টাকা করে। আর রসুনের কেজি ৪৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকা।
পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪৫ থেকে ৬৫ টাকা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সবজির দামও এখন চড়া।
শরিফুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, ‘বাজার থেকে পণ্য কেনা কষ্টসাধ্য হয়ে উঠছে। মানুষের আয়ের যে অবস্থা তার সঙ্গে বাজার দরের কোনো মিল নেই। এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছি। কিন্তু সব দোকানেই দাম বেশি। জিনিসপত্রের দাম এভাবে বাড়তে থাকলে একটা সময় না খেয়ে থাকতে হবে আমাদের।
আব্দুল্লাহ নূর তুষার নামের এক দিনমজুর বলেন, ‘আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে। দিনমজুরি করে সারা দিন যে টাকা আয় করি বাজার করতে গেলে তা সব শেষ হয়ে যাচ্ছে। সংসারের অন্য খরচ তো আছেই। এমন হলে বেঁচে থাকাটাই কষ্ট হয়ে পড়বে।’
বাজার করতে করতে আসা সোহেল রানা বলেন, ‘সপ্তাহ ধরে ক্রমেই বাড়ছে মানুষের নিত্যপণ্যের দাম। পরিবার পরিজন নিয়ে দুবেলা দু মুঠো খেয়ে বাঁচার উপায় থাকছে না আর। একটু মুরগির মাংস, সবজি কিনব তার দামও বেড়েছে অস্বাভাবিক হারে। মহামারির কারণে কপাল পুড়েছে মানুষের। মহামারির সময় যাদের চাকরি চলে গেছে, তাদের বেশির ভাগই চাকরি ফিরে পাননি। বিপুলসংখ্যক মানুষের বেতন ভাতা কমিয়ে দেওয়া হয়েছে। সেটা বাড়ানোর কোনো আলোচনা কোথাও নেই। এই পরিস্থিতিতে নিত্যপণ্যের বাজারের আগুন মানুষকে ভালোভাবেই ভোগাচ্ছে।
ঝিনাইদহ জেলা মার্কেটিং অফিসার গোলাম মারুফ খান জানান, আন্তর্জাতিক বাজারে চিনি ও তেলের দাম বেশি এজন্য কিছুটা সমস্যা হচ্ছে। তবে দ্রুত সমাধান হবে বলে আশা করছি। তিনি আরো জানান প্রতিদিন বাজার তদারকির কাজ চলছে। কেউ অতিরিক্ত দামে কোন জিনিস বিক্রি করতে না পারে এজন্য আমাদের টিম কাজ করছে। যারা অতিরিক্ত দামে জিনিস বিক্রি করছে তাদের বিভিন্ন অংকে জরিপানা করা হচ্ছে এবং বলা হচ্ছে নির্ধারিত মূল্যে বিক্রি করতে।
সারা দেশের মতো ঝিনাইদহেও নিত্যপণ্যের দামে বেড়ে চলেছে। চাল থেকে শুরু করে প্রায় প্রতিটি খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস অবস্থা স্থানীয়দের।
গতকাল ঝিনাইদহ শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রায় সব জিনিসের। গত সপ্তাহে প্রতি কেজি চিকন চাল বিক্রি হয়েছে ৫৫ টাকায়। এই সপ্তাহে তা বেড়ে হয়েছে ৫৭ টাকা।
এ দিকে আকাশ ছুঁই ছুঁই আটার দাম। গত সপ্তাহে এক কেজি আটার দাম ৩৪ টাকা থাকলেও রোববার তা ৩৮ টাকা বিক্রি হয়েছে। আগামী সপ্তাহে বেড়ে ৪২ টাকা হতে পারে বলছেন বিক্রেতারা। ময়দার দাম বেড়েছে কেজিতে নয় টাকা। কেজিতে তিন টাকা বেড়েছে চিনির দাম।
গত সপ্তাহের তুলনায় কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ২০ টাকা। সপ্তাহের ব্যবধানে বোতলজাত এক লিটার সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৫৪ টাকায়। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী পাঁচ দিনের ব্যবধানে সয়াবিন তেলের দাম বেড়েছে চার শতাংশ।
এ দিকে প্রতি কেজি তেজপাতা বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আদা ৮০ থেকে ৯০ টাকা কেজি হলেও এখন বিক্রি হচ্ছে ১১০ টাকা করে। আর রসুনের কেজি ৪৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকা।
পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪৫ থেকে ৬৫ টাকা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সবজির দামও এখন চড়া।
শরিফুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, ‘বাজার থেকে পণ্য কেনা কষ্টসাধ্য হয়ে উঠছে। মানুষের আয়ের যে অবস্থা তার সঙ্গে বাজার দরের কোনো মিল নেই। এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছি। কিন্তু সব দোকানেই দাম বেশি। জিনিসপত্রের দাম এভাবে বাড়তে থাকলে একটা সময় না খেয়ে থাকতে হবে আমাদের।
আব্দুল্লাহ নূর তুষার নামের এক দিনমজুর বলেন, ‘আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে। দিনমজুরি করে সারা দিন যে টাকা আয় করি বাজার করতে গেলে তা সব শেষ হয়ে যাচ্ছে। সংসারের অন্য খরচ তো আছেই। এমন হলে বেঁচে থাকাটাই কষ্ট হয়ে পড়বে।’
বাজার করতে করতে আসা সোহেল রানা বলেন, ‘সপ্তাহ ধরে ক্রমেই বাড়ছে মানুষের নিত্যপণ্যের দাম। পরিবার পরিজন নিয়ে দুবেলা দু মুঠো খেয়ে বাঁচার উপায় থাকছে না আর। একটু মুরগির মাংস, সবজি কিনব তার দামও বেড়েছে অস্বাভাবিক হারে। মহামারির কারণে কপাল পুড়েছে মানুষের। মহামারির সময় যাদের চাকরি চলে গেছে, তাদের বেশির ভাগই চাকরি ফিরে পাননি। বিপুলসংখ্যক মানুষের বেতন ভাতা কমিয়ে দেওয়া হয়েছে। সেটা বাড়ানোর কোনো আলোচনা কোথাও নেই। এই পরিস্থিতিতে নিত্যপণ্যের বাজারের আগুন মানুষকে ভালোভাবেই ভোগাচ্ছে।
ঝিনাইদহ জেলা মার্কেটিং অফিসার গোলাম মারুফ খান জানান, আন্তর্জাতিক বাজারে চিনি ও তেলের দাম বেশি এজন্য কিছুটা সমস্যা হচ্ছে। তবে দ্রুত সমাধান হবে বলে আশা করছি। তিনি আরো জানান প্রতিদিন বাজার তদারকির কাজ চলছে। কেউ অতিরিক্ত দামে কোন জিনিস বিক্রি করতে না পারে এজন্য আমাদের টিম কাজ করছে। যারা অতিরিক্ত দামে জিনিস বিক্রি করছে তাদের বিভিন্ন অংকে জরিপানা করা হচ্ছে এবং বলা হচ্ছে নির্ধারিত মূল্যে বিক্রি করতে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫