Ajker Patrika

নানা শঙ্কায় আজ ভোট

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ১০
নানা শঙ্কায় আজ ভোট

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট আজ। নানা শঙ্কার মধ্যেও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল ছাড়াও বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন। গতকাল মঙ্গলবার নীলফামারী, দিনাজপুর ও গাইবান্ধার বিভিন্ন উপজেলার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:

ডোমার (নীলফামারী): উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে সকাল ৮টা হতে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। মোট ৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৭টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া নির্বাচনে ৫৪ চেয়ারম্যান প্রার্থী, ১২৯ সংরক্ষিত নারী সদস্য ও ৩৪৫ সাধারণ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০ ইউনিয়নে মোট ৯০ হাজার ৮১৯ পুরুষ ও ৮৭ হাজার ৯১২ নারী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

চিরিরবন্দর (দিনাজপুর): উপজেলার ১২টি ইউনিয়নে ১০৯ প্রিসাইডিং, ৮০৪ সহকারী প্রিসাইডিং ও এক হাজার ৬০৮ পোলিং কর্মকর্তা এ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৩, সংরক্ষিত (নারী) সদস্য ১৪৯ ও সাধারণ সদস্য পদে ৩৮৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পার্বতীপুর: উপজেলার বেলাইচন্ডি, মন্মথপুর, চণ্ডীপুর, মোমিনপুর, মোস্তফাপুর, হাবড়া, হামিদপুর ও হরিরামপুর ইউনিয়নের ভোট গ্রহণ হবে আজ। ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদের ৫২ জন, সংরক্ষিত নারী সদস্য ১১২ জন ও সাধারণ সদস্য পদে ৩০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, সীমানা জটিলতার কারণে পঞ্চম ধাপের নির্বাচনে রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নে ভোট হচ্ছে না।

সাঘাটা (গাইবান্ধা): আজ বুধবার সাঘাটা উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার ৯টি ইউনিয়নের ৯১টি ভোটকেন্দ্রে ১ লাখ ৯৮ হাজার ৯৮৪ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ৪২ জন নারী ভোটার ৯৯ হাজার ৯৪২ জন। এসব ভোটকেন্দ্রের জন্য ২৫টি মোবাইল টিম ৪টি স্ট্রাইকিং টিম ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজিবি প্রশাসনের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা পুলিশ ও আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। ৯ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫৩, সংরক্ষিত নারী সদস্য ১৩৫ ও সাধারণ সদস্য পদে ৩৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফুলছড়ি: উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। গত সোমবার মধ্যরাতে প্রার্থীদের প্রচার শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠানো হয়। এ ছাড়া উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে ইভিএমের মাধ্যমে গ্রহণ হবে।

নির্বাচনে মোট ৩৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫৭ কেন্দ্রে ৫১ হাজার ১৭২ পুরুষ ও ৫১ হাজার ৫৬৪ নারীসহ মোট ১ লাখ ২ হাজার ৭৩৬ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

গোবিন্দগঞ্জ: উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ আজ। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, সাধারণ সদস্য পদে ৪০ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি কেন্দ্রে ২৫ হাজার ১৬ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত