Ajker Patrika

ফোনে কথা বলতে বলতে টিকা পুশ

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১০: ৩১
ফোনে কথা বলতে বলতে টিকা পুশ

বরগুনায় মোবাইল ফোনে কথা বলতে বলতে এক ব্যক্তিকে দাঁড় করিয়ে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে ব্যাপক সমালোচনা শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার সকাল সাড়ে ১০টায় বরগুনা সদর হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) মেডিকেল টেকনোলজিস্ট স্বাস্থ্যকর্মীর মো. এনামুল কবির মোবাইল ফোনে কথা বলতে বলতে দাঁড় করিয়ে সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা মো. হানিফ মোল্লাকে করোনার টিকা পুশ করেন।

হানিফ মোল্লা বলেন, ‘টিকার প্রথম ডোজ নিতে হাসপাতালে যাই। এ সময় টিকা কেন্দ্রের একজন কর্মী মোবাইল ফোনে কথা বলতে বলতে আমাকে দাঁড় করিয়েই টিকা দেন। পরে এ ঘটনার ছবি আমি ফেসবুকে পোস্ট করি। তবে টিকা প্রদানকারী ওই স্বাস্থ্যকর্মীর নাম আমি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারিনি।’

ফেসবুকে প্রকাশ করা ছবিটি বরগুনার সিভিল সার্জন মারিয়া হাসানকে দেখালে তিনি নিশ্চিত করেন, হানিফ মোল্লাকে টিকা দেন টেকনোলজিস্ট এনামুল কবির।

জানতে চাইলে এনামুল কবির বলেন, ‘টিকা দেওয়ার সময় হঠাৎ করে অফিস থেকে আমাকে ফোন দেওয়া হয়। তাই অনিচ্ছা সত্ত্বেও আমি ফোনটি রিসিভ করতে বাধ্য হয়েছি। টিকা প্রদান বন্ধ রেখে ফোনে কথা বলা উচিত ছিল, এটা আমার ভুল হয়েছে।’

এ বিষয়ে বরগুনার পাবলিক পলিসি ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু বলেন, ‘এটা সুস্পষ্ট দায়িত্বে অবহেলা। হাজার হাজার কোটি টাকা খরচা করে সরকার করোনার টিকা ফ্রি প্রদান করছে। অথচ, হেলাফেলা করে এমন সেনসিটিভ কাজ করা দুঃখজনক। বিষয়টি কর্তৃপক্ষের দেখা উচিত।’

সিভিল সার্জন মারিয়া হাসান বলেন, ‘বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত