Ajker Patrika

র‍্যাব সদস্যদের অভিযান গ্রেপ্তার ৬ জলদস্যু

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২: ১১
র‍্যাব সদস্যদের অভিযান গ্রেপ্তার ৬ জলদস্যু

জলদস্যুবাহিনীর সমন্বয়কারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। জলদস্যু বাহিনীর উপবাহিনীর প্রধান ইলিয়াস আলী মৃধাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া-পঙ্গীয়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার হয় আরও ৫ জলদস্যুকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও গুলি।

গত শুক্রবার বরিশালে র‍্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার জলদস্যুরা হচ্ছেন বরগুনার তালতলী উপজেলার খলিল জমাদ্দার, পটুয়াখালী কলাপাড়া উপজেলার মাহতাব পেয়াদা, একই উপজেলার জামাল আকন্দ, মো. মাছুম ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার মিনাজ খাঁ।

এদের মধ্যে খলিল জমাদ্দার জলদস্যুদের মূল সমন্বয়কারী বলে দাবি করেছে র‍্যাব।

র‍্যাব-৮ গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মুঈন সংবাদ সম্মেলনে বলেন, গত নভেম্বরে বঙ্গোপসাগরে জলদস্যুদের উপদ্রব বৃদ্ধি পায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...