Ajker Patrika

বিরোধ নিষ্পত্তি করলেন ওসি ও চেয়ারম্যান

হিজলা প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৩: ২৩
বিরোধ নিষ্পত্তি করলেন ওসি ও চেয়ারম্যান

বরিশালের হিজলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের উদ্যোগ জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর ধরে এ বিরোধ ছিল।

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার গুয়াবাড়িয়ার নরসিংহপুর গ্রামে কাউরিয়া বাজারসংলগ্ন হোসেন চৌকিদার ও মিলন সরদারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে দুই পরিবার একাধিক ফৌজদারি ও দেওয়ানি মামলায় জড়িয়ে পড়েন। এর সমাধানে ১৬ নভেম্বর স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজাহান তালুকদার ও ইউপি সদস্য কাশেম বিন টেনু সার্ভেয়ার নিয়ে জমি মেপে পিলার ঠিক করে দেন। সে সময় হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া ফোর্স নিয়ে সেখানে উপস্থিত থেকে বিষয়টি তদারক করেন। তাদের এই ভূমিকায় দুই পরিবারের দীর্ঘ বছরের দ্বন্দ্বের অবসান হয়েছে

স্থানীয় বাসিন্দা রিপন ফকির জানান, ওসি ও চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ ভূমিকায় বিরোধ নিষ্পত্তি হয়েছে। এলাকাবাসী এটি মনে রাখবে।

এ বিষয়ে হোসেন চৌকিদার ও মিলন সরদার বলেন, ‘আমরা ওসি ও চেয়ারম্যান মহোদয়ের ওপর সন্তুষ্ট। তাঁরা আমাদের দীর্ঘদিনের বিরোধ নিরসন করে দুই পরিবারের মাঝে মিল করে দিয়েছেন।’

গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাজাহান তালুকদার জানান এ দুই পরিবার জমিজমা নিয়ে দীর্ঘদিন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে। গত কয়েক দিন ধরে চেষ্টা করে তাদের বিরোধ নিরসন করা সম্ভব হয়েছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া বলেন, ‘শুধু জমির বিরোধ নয়, যে কোনো বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আমার চেষ্টা আছে। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা দিতে চাই।’ তিনি আরও বলেন ‘এ দুই পরিবারের মধ্যে শান্তি ফিরে আসুক সেই কামনা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত