Ajker Patrika

‘ডাইনোসরের মতো হারাবে না ডাকঘর’

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২: ২৫
‘ডাইনোসরের মতো হারাবে না ডাকঘর’

ডাইনোসর যেভাবে মারা গেছে, সেভাবে আমাদের ডাকঘর চিরতরে হারিয়ে যাবে না বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গতকাল শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলায় প্রায় ৭৭ লাখ টাকা ব্যয়ে পুনর্নির্মিত ডাকঘর ভবন পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ডাকঘর। এ কারণে গ্রাহকের দোরগোড়ায় প্রযুক্তিগত ও আধুনিক সেবা দেওয়ার লক্ষ্যে সারা দেশের ডাকঘরগুলো ডিজিটাল করা হবে। ডিজিটাল ডাকসেবা চালু হলে কারও কোনো অভিযোগ থাকবে না। ডাকঘরগুলোর আমূল পরিবর্তন করা হবে।’

মোস্তাফা জব্বার আরও বলেন, ‘একসময় চিঠিপত্র ছাড়া যোগাযোগের কোনো মাধ্যম ছিল না। এখন প্রযুক্তিগত পরিবর্তন হয়েছে, আমাদের ডাকঘর ডিজিটাল হচ্ছে এবং প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে চলছে।’

এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করীম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুজ্জামানসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত