আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো ২০০ মিটার লম্বা জাহাজ ভিড়েছে। গতকাল সোমবার দুপুরে বন্দরের মূল জেটিতে ১০ মিটার ড্রাফটের জাহাজটি ভেড়ে। এর আগে সর্বোচ্চ ১৯০ মিটার লম্বা ও সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ বন্দরে ভিড়তে পারত।
চট্টগ্রাম কনটেইনার টার্মিনালে (সিসিটি) ভেড়ানো বড় এই জাহাজের নাম ‘কমন অ্যাটলাস’। জাহাজটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী। চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, জেটিতে বর্তমানে সাড়ে ৯ মিটার ড্রাফট (পানির নিচে থাকা জাহাজের অংশ) এবং ১৯০ মিটার লম্বা জাহাজ ভিড়তে পারে। এমন প্রতিটি জাহাজ ২৫০০ থেকে ২৬০০ টিইইউএস কনটেইনার বহন করতে পারে। আর ১০ মিটার ড্রাফটের ২০০ মিটার লম্বা জাহাজ ৩৮০০ থেকে ৪০০০ কনটেইনার পরিবহন করতে পারবে। অর্থাৎ এমন আকারের প্রতিটি জাহাজে বর্তমানের চেয়ে ১০০০ থেকে ১১০০ টিইইউএস কনটেইনার বেশি পরিবহন করা যাবে। এর ফলে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা কম খরচে পণ্য পরিবহনের সুবিধা পাওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। দেশের ভাবমূর্তি বাড়বে মেরিটাইম ওয়ার্ল্ডে।
বন্দর সূত্র জানায়, ১৯৭৫ সালে বন্দরে ১৬০ মিটার লম্বা ও সাড়ে ৭ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানো হতো। ১৯৮০ সালে তা বাড়িয়ে ১৭০ মিটার লম্বা ও ৮ মিটার ড্রাফট করা হয়। ১৯৯০ সালে তা ১৮০ মিটার লম্বা ও সাড়ে ৮ মিটার ড্রাফটে উন্নীত করা হয়। ১৯৯৫ সালে ১৮৬ মিটার লম্বা ও ৯ দশমিক ২ মিটার ড্রাফট করা হয়। আর ২০১৪ সাল থেকে ১৯০ মিটার লম্বা ও সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানো শুরু হয়। গতকাল শুরু হলো আরও বড় জাহাজ ভেড়ানো।
দুপুরে বেলুন উড়িয়ে ২০০ মিটার লম্বা জাহাজের বার্থিং কার্যক্রম উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি বন্দরের ভান্ডার ভবন এলাকায় নবনির্মিত ভবন উদ্বোধন করেন। বার্থিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এটি দেশের জন্য গর্ব ও অহংকারের। দেশের অগ্রযাত্রাকে কোনো অপশক্তি দমাতে পারবে না। বে টার্মিনালে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ করবে চট্টগ্রাম বন্দর। ২০২৫ সালের শেষ দিকে কিংবা ২০২৬ সালের শুরুতে এর কার্যক্রম চালু করতে পারব।’
প্রতিমন্ত্রী বলেন, ‘এখন দাতাগোষ্ঠীরা বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে আমাদের পেছনে ঘুরছে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, যুক্তরাজ্যভিত্তিক হাইড্রোলিক সংস্থা এইচআর ওয়েলিংফোর্ডের প্রতিনিধি ড. মনজুরুল কাদের, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এবং বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মো. আরিফ।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, এটি চট্টগ্রাম বন্দর ও বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন। ২০০ মিটার লম্বা জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। এর ফলে বাংলাদেশের আমদানি-রপ্তানিতে আরও গতি আসবে। সভাপতির বক্তব্যে বন্দর চেয়ারম্যান বলেন, বন্দরের সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো ২০০ মিটার লম্বা জাহাজ ভিড়েছে। গতকাল সোমবার দুপুরে বন্দরের মূল জেটিতে ১০ মিটার ড্রাফটের জাহাজটি ভেড়ে। এর আগে সর্বোচ্চ ১৯০ মিটার লম্বা ও সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ বন্দরে ভিড়তে পারত।
চট্টগ্রাম কনটেইনার টার্মিনালে (সিসিটি) ভেড়ানো বড় এই জাহাজের নাম ‘কমন অ্যাটলাস’। জাহাজটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী। চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, জেটিতে বর্তমানে সাড়ে ৯ মিটার ড্রাফট (পানির নিচে থাকা জাহাজের অংশ) এবং ১৯০ মিটার লম্বা জাহাজ ভিড়তে পারে। এমন প্রতিটি জাহাজ ২৫০০ থেকে ২৬০০ টিইইউএস কনটেইনার বহন করতে পারে। আর ১০ মিটার ড্রাফটের ২০০ মিটার লম্বা জাহাজ ৩৮০০ থেকে ৪০০০ কনটেইনার পরিবহন করতে পারবে। অর্থাৎ এমন আকারের প্রতিটি জাহাজে বর্তমানের চেয়ে ১০০০ থেকে ১১০০ টিইইউএস কনটেইনার বেশি পরিবহন করা যাবে। এর ফলে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা কম খরচে পণ্য পরিবহনের সুবিধা পাওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। দেশের ভাবমূর্তি বাড়বে মেরিটাইম ওয়ার্ল্ডে।
বন্দর সূত্র জানায়, ১৯৭৫ সালে বন্দরে ১৬০ মিটার লম্বা ও সাড়ে ৭ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানো হতো। ১৯৮০ সালে তা বাড়িয়ে ১৭০ মিটার লম্বা ও ৮ মিটার ড্রাফট করা হয়। ১৯৯০ সালে তা ১৮০ মিটার লম্বা ও সাড়ে ৮ মিটার ড্রাফটে উন্নীত করা হয়। ১৯৯৫ সালে ১৮৬ মিটার লম্বা ও ৯ দশমিক ২ মিটার ড্রাফট করা হয়। আর ২০১৪ সাল থেকে ১৯০ মিটার লম্বা ও সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানো শুরু হয়। গতকাল শুরু হলো আরও বড় জাহাজ ভেড়ানো।
দুপুরে বেলুন উড়িয়ে ২০০ মিটার লম্বা জাহাজের বার্থিং কার্যক্রম উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি বন্দরের ভান্ডার ভবন এলাকায় নবনির্মিত ভবন উদ্বোধন করেন। বার্থিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এটি দেশের জন্য গর্ব ও অহংকারের। দেশের অগ্রযাত্রাকে কোনো অপশক্তি দমাতে পারবে না। বে টার্মিনালে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ করবে চট্টগ্রাম বন্দর। ২০২৫ সালের শেষ দিকে কিংবা ২০২৬ সালের শুরুতে এর কার্যক্রম চালু করতে পারব।’
প্রতিমন্ত্রী বলেন, ‘এখন দাতাগোষ্ঠীরা বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে আমাদের পেছনে ঘুরছে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, যুক্তরাজ্যভিত্তিক হাইড্রোলিক সংস্থা এইচআর ওয়েলিংফোর্ডের প্রতিনিধি ড. মনজুরুল কাদের, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এবং বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মো. আরিফ।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, এটি চট্টগ্রাম বন্দর ও বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন। ২০০ মিটার লম্বা জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। এর ফলে বাংলাদেশের আমদানি-রপ্তানিতে আরও গতি আসবে। সভাপতির বক্তব্যে বন্দর চেয়ারম্যান বলেন, বন্দরের সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫