Ajker Patrika

শিবপুর ও বেলাবতে ভোট ৫ জানুয়ারি

বেলাব ও শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১০: ৫২
শিবপুর ও বেলাবতে ভোট ৫ জানুয়ারি

নরসিংদীর ১৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। এর মধ্যে শিবপুর উপজেলায় সাতটি এবং বেলাব উপজেলায় ৮টি ইউপি রয়েছে। গতকাল শনিবার নির্বাচন কমিশন পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। শিবপুর উপজেলা যেসব ইউপিতে পঞ্চম ধাপে ভোট হবে সেগুলো হলো, পুটিয়া, বাঘাব, যোশর, জয়নগর, আয়ুবপুর ও দুলালপুর ইউপি রয়েছে।

বেলাব যেসব ইউপিতে পঞ্চম ধাপে ভোট হবে সেগুলো হলো, বেলাব, আমলাব, চরউজিলাব, সল্লাবাদ, নারায়ণপুর, বিন্নাবইদ, পাটুলি ও বাজনাব ইউপি রয়েছে।

বেলাব উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আট ইউপিতে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৮ ইউনিয়নে ভোটার সংখ্যা ১,৬৯,২৮৯ জন।

ঘোষিত তফসিল অনুযায়ী, এই ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা যাবে ৭ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। প্রার্থীতার বিরুদ্ধে আপিল করা যাবে ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি করা হবে ১৩ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৭ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত