Ajker Patrika

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণয়ন হয়নি

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১১: ১৩
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণয়ন হয়নি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘ক্ষমতায় যারাই আসে, তারাই সরকারিভাবে ইতিহাস নির্মাণ করে। যেদিন সত্যিকার অর্থে গণমানুষের সরকার প্রতিষ্ঠিত হবে, সেদিন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিশ্ববাসীর কাছে উন্মোচিত হবে। আর সরকারি ইতিহাস বাতিল হবে।’

গতকাল সোমবার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

আব্দুর রব আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায়, স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন। আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আজও প্রণয়ন হয়নি। সত্যকে আড়াল করে কেউ খর্বিত, কেউ আংশিক, কেউ বিকৃত করে ইতিহাস লেখার চেষ্টা করছেন।’

কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতীক) বলেন, ‘তরুণদের মত প্রকাশের সুযোগ কম। তাই তরুণদের জেগে উঠতে হবে। এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি। তাই রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা আমাদের উচিত নয়।’

অতিথি উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি বেগম তানিয়া রব, গবির রাজনীতি ও প্রশাসনের বিভাগীয় প্রধান ড. রাহমান চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গবিসাব সভাপতি মো. রোকনুজ্জামান মনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত