Ajker Patrika

সিলেটে প্রথম সিনেপ্লেক্স চালু হচ্ছে ২৯ জুলাই

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৫: ৩৬
সিলেটে প্রথম সিনেপ্লেক্স চালু হচ্ছে ২৯ জুলাই

একসময় অনেকগুলো সিনেমা হল ছিল। এখন কোনো রকমে একটি চালু আছে। প্রবাসী অধ্যুষিত হওয়ার পরও সিলেটে ছিল না কোনো সিনেপ্লেক্স। ফলে এত দিন ভালো পরিবেশে বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন সিলেটের সিনেমাপ্রেমী।

সিলেটে প্রথমবারের চালু হতে যাচ্ছে সিনেপ্লেক্স। আগামী ২৯ জুলাই ‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’ নামের চলচ্চিত্র প্রদর্শন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’ অথবা ‘পরান’ প্রদর্শনের মাধ্যমে এই সিনেপ্লেক্সের উদ্বোধন হবে।

বিমানবন্দর সড়কের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে এই সিনেপ্লেক্স নির্মাণ করা হয়েছে। গত ১৫ জুন পাঁচ তারকা এই হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এত দিন সিনেপ্লেক্সটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল। এবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার সময়ে এই সিনেপ্লেক্স চালু ইতিবাচক হিসেবে দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এর মাধ্যমে মানুষ হলে বসে ভালো ভালো ছবি দেখার সুযোগ পাবে বলে মনে করেন তাঁরা। ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’-এরই ব্যবস্থাপনায় নির্মিত হয়েছে ‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সিনেপ্লেক্সে একসঙ্গে ১৭০ জন বসে সিনেমা দেখতে পারবেন। আপাতত টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ ও ৫০০ টাকা। তবে প্রতিদিন কটি প্রদর্শনী হবে এবং তার সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি।

গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের সহকারী পরিচালক (মার্কেটিং ও কমিউনিকেশনস) আরিফা আফরোজ বলেন, ‘হোটেল নির্মাণের সময়ই সিনেপ্লেক্সটি তৈরি করা হয়। আমাদের সাউন্ড সিস্টেম যুক্তরাজ্য থেকে আনা এবং দেশের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির। এত দিন পরীক্ষামূলকভাবে এটি চালু ছিল। আমাদের অতিথিরা রাতের খাবারের সঙ্গে এখানে ফ্রি সিনেমা দেখার সুযোগ পেতেন। তবে ২৯ জুলাই থেকে এটি বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে।’

সিনেপ্লেক্স চালুর খবরে ইতিবাচক সাড়া পাচ্ছেন জানিয়ে আরিফা বলেন, ‘মানুষ খুব খুশি, সিলেটে এ রকম একটা কিছু হওয়ায়। সিলেটে তো এ রকম পরিবেশে সিনেমা দেখার সুযোগ ছিল না। তাই সবাই এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত