Ajker Patrika

সাদ্দাম হত্যার রহস্য এক সপ্তাহেও উদ্‌ঘাটন হয়নি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
সাদ্দাম হত্যার রহস্য এক সপ্তাহেও উদ্‌ঘাটন হয়নি

নেত্রকোনার কেন্দুয়ায় সাদ্দাম হোসেন (২০) নামের এক কলেজছাত্র খুন হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো উদ্‌ঘাটন হয়নি খুনের রহস্য। তবে এ ঘটনায় করা মামলায় সন্দেহভাজন গ্রেপ্তার দুই ভাই-বোনকে তিন দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর রাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামের কাজল মিয়ার ছেলে ও আশুজিয়া ইউনিয়নের বানেটেক কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাদ্দাম হোসেনকে খুন করা হয়।

পরে এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কেন্দুয়া থানায় একটি মামলা করেন।

ঘটনার পর প্রতিবেশী দুইজনকে এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে আনা হয়।

 রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষে গত রোববার ওই দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘এ হত্যাকাণ্ডের ঘটনায় তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে দুই ভাই-বোনকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত