Ajker Patrika

প্রেমের বয়স দুই

প্রেমের বয়স দুই

আগে ইঙ্গিত দিলেও খোলাসা করেননি কিছুই। এবার নিজের প্রেমিককে সামনে আনলেন অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি মাহি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেন। যেখানে দেখা যাচ্ছে, এক তরুণ মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন। অপর একটি ভিডিওতে দেখা যায়, মাহি একটি গাড়িতে বসে আছেন। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। রোমান্টিক ভঙ্গিতে ওই তরুণের হাতে হাত রেখে মুঠোবন্দী করেন মাহি। ব্যস, নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে আজকের পত্রিকার কাছে প্রেমের কথা স্বীকার করেন মাহি। মাহির প্রেমিক সাদাত শাফি নাবিল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। এখন পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন। তিনি নিজেও গাড়ির ব্যবসা শুরুর প্রস্তুতি নিচ্ছেন।

সামিরা খান মাহি বলেন, ‘কোভিডের আগে ইনস্টাগ্রামে শাফির সঙ্গে পরিচয়। এরপর যোগাযোগটা বাড়তে থাকে। বন্ধুত্ব হয়, এরপর প্রেমে পড়ি আমরা। আমাদের প্রেমের বয়স দুই বছর। আমাদের পরিবারকেও জানিয়েছি। তাঁরা সম্মতি দেওয়ার পরেই শাফিকে সবার সামনে এনেছি।’

বিয়ের প্রসঙ্গে মাহি বলেন, ‘কোনো পরিকল্পনা করিনি। তবে হুট করে বিয়েটাও হয়ে যেতে পারে। যেমনভাবে আমাদের প্রেমটা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত