Ajker Patrika

নৌকায় ভোট দেওয়ায় হামলা দোকানে আগুন, মারপিট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২১: ৩৮
নৌকায় ভোট দেওয়ায় হামলা দোকানে আগুন, মারপিট

বগুড়ার শিবগঞ্জে নৌকায় ভোট দেওয়ায় দোকানপাটে হামলা, অগ্নিসংযোগ ও মারপিটের ঘটনা ঘটেছে। আরও অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা স্থানীয় মসজিদের এক ইমামকে নামাজে যেতে বাধা দিয়ে অবরুদ্ধ করে রাখেন।

তবে ঘোড়া প্রতীকের ময়দানহাট্টা ইউপি থেকে নবনির্বাচিত চেয়ারম্যান আবু জাফর বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরদিন গত শুক্রবার সকালে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পলাশি গ্রামে ও শুক্রবার রাতে ময়দানহাট্টা ইউনিয়নের সোবাহানপুর পোড়াবাড়ি গ্রামে এসব ঘটনা ঘটে।

গতকাল রোববার ময়দানহাট্টা ইউনিয়নের পোড়াবাড়ি এলাকায় কম্পিউটার দোকানি আব্দুস সাত্তারের ছেলে সাদ্দাম জানান, ‘নৌকায় ভোট দেওয়ার অপরাধে শুক্রবার রাতে আমার কম্পিউটারের দোকান ও আমার বাবা আব্দুস সাত্তারের মুদি দোকান আগুন দিয়ে পুড়ে দেয় ঘোড়া মার্কার লোকজন। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এই দোকান দুটিই ছিল আমাদের উপার্জনের মাধ্যম।’

এদিকে, নৌকায় ভোট দেওয়ায় একই ইউনিয়নের পলাশি গ্রামের দিনমজুর জাকির হোসেন, স্কুলছাত্র সোহান ও ভ্যানচালক কাঞ্চে মিয়াকে মারপিট করা হয়েছে বলে জানিয়েছেন তারা।

ওই গ্রামের আব্দুস সোবহান (৫৫) নামের একজন বলেন, ‘নৌকা মার্কার ভোট করেছি বলে আমার দাড়ি ছিঁড়তে চেয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী ঘোড়া মার্কার আবু জাফরের সমর্থক।’

এ দিকে ওই গ্রামের আলহাজ নামের মসজিদের একজন ইমাম জানান, ‘নির্বাচনের পরদিন শুক্রবার আমাকে নামাজ পড়তে যেতে বাধা দিয়ে বাড়িতে অবরুদ্ধ করে রাখে ঘোড়া মার্কার লোকজন। এখনো আমি আতঙ্কে আছি।’

ওই গ্রামের বাসিন্দা ও ময়দানহাট্টা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফি মাহমুদ ধলু জানান, ‘বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করা আবু জাফরের লোকজনের ভয়ে আমরা যারা নৌকার ভোট করেছি তারা বাড়ি থেকে বের হতে পারছি না। যখন যাকে পাচ্ছে সেখানেই মারপিট ও হুমকি-ধমকি দিচ্ছে তাঁরা। আমরা সংখ্যালঘু হয়ে বন্দীদশায় রয়েছি। এখন পুলিশের কাছে অভিযোগ দিতেও ভয় পাচ্ছি আমরা।’

এ বিষয়ে অভিযুক্ত ঘোড়া মার্কার সমর্থক ও সাবেক ছাত্রলীগ নেতা সেলিম হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা। এগুলো সাজানো নাটক।’

ময়দানহাট্টা ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে সদ্য নির্বাচিত চেয়ারম্যান আবু জাফর বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ‘বিষয়টি শোনার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত