শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলার কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ লাখ টাকার বিনিময়ে চারজনকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগসাজশে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় সাতক্ষীরা জেলা প্রশাসকের দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া টাকার বিনিময়ে নিয়োগের জন্য চূড়ান্ত পূর্বনির্ধারিত চার প্রার্থীর নিয়োগ বাতিল করে পুনরায় স্বচ্ছভাবে নিয়োগ পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন পরীক্ষায় অংশ নেওয়া অন্য প্রার্থীরা।
জানা যায়, কিছুদিন আগে শ্যামনগর উপজেলার কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব সহকারী, অফিস সহায়ক, নৈশপ্রহরী ও আয়া পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এসব পদে ৩০ জনেরও বেশি চাকরি প্রার্থী আবেদন করেন। ১৩ ফেব্রুয়ারি পরীক্ষার দিন ধার্য করা হয়।
কিন্তু অভিযোগ ওঠে পরীক্ষার আগেই ওই চারটি পদের বিপরীতে ইতিমধ্যে যথাক্রমে দিলীপ, জাহিদ, নিমাই ও মিনতি নামের চারজনকে চূড়ান্ত করা হয়। অফিস সহায়ক হিসেবে দিলীপ ও কম্পিউটার ল্যাব সহকারী পদে জাহিদের থেকে ১৫ লাখ টাকা করে নেওয়া হয়। এ ছাড়া নৈশপ্রহরী ও আয়া পদে যথাক্রমে নিমাই মণ্ডল ও মিনতি রানীর কাছ থেকে ১০ লাখ করে মোট ২০ লাখ টাকার বিনিময়ে তাঁদের নিয়োগ চূড়ান্ত করা হয়।
অভিযোগকারী আসমা বেগম, রেশমা ও মারুফা বেগমসহ কয়েকজন জানান, তাঁরাও আয়াসহ কয়েকটি পদে আবেদন করেন। কিন্তু পরীক্ষার একদিন আগেই তাঁরা টাকার বিনিময়ে ওই চারটি পদে চারজনের নিয়োগ চূড়ান্ত করার বিষয়টি জানতে পারেন। তখন তাঁরা পরীক্ষার শুরুর আগেই শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে সাজানো ওই পরীক্ষা বন্ধসহ পুনরায় স্বচ্ছভাবে পরীক্ষা অনুষ্ঠানের আবেদন করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসারের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়। তবে মাঝেমধ্যে তিনি অন্য নম্বর দিয়ে অভিযোগকারী প্রার্থীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন বলে জানা গেছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রেজাউল করিম বলেন, ‘টাকা দিয়ে নিয়োগের বিষয়ে আমার জানা নেই। তবে ইতিপূর্বে এ বিদ্যালয়ের সব নিয়োগ স্বচ্ছতার মধ্য দিয়েই হয়েছে।’
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোনকল রিসিভ করেননি।
শ্যামনগর উপজেলার কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ লাখ টাকার বিনিময়ে চারজনকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগসাজশে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় সাতক্ষীরা জেলা প্রশাসকের দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া টাকার বিনিময়ে নিয়োগের জন্য চূড়ান্ত পূর্বনির্ধারিত চার প্রার্থীর নিয়োগ বাতিল করে পুনরায় স্বচ্ছভাবে নিয়োগ পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন পরীক্ষায় অংশ নেওয়া অন্য প্রার্থীরা।
জানা যায়, কিছুদিন আগে শ্যামনগর উপজেলার কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব সহকারী, অফিস সহায়ক, নৈশপ্রহরী ও আয়া পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এসব পদে ৩০ জনেরও বেশি চাকরি প্রার্থী আবেদন করেন। ১৩ ফেব্রুয়ারি পরীক্ষার দিন ধার্য করা হয়।
কিন্তু অভিযোগ ওঠে পরীক্ষার আগেই ওই চারটি পদের বিপরীতে ইতিমধ্যে যথাক্রমে দিলীপ, জাহিদ, নিমাই ও মিনতি নামের চারজনকে চূড়ান্ত করা হয়। অফিস সহায়ক হিসেবে দিলীপ ও কম্পিউটার ল্যাব সহকারী পদে জাহিদের থেকে ১৫ লাখ টাকা করে নেওয়া হয়। এ ছাড়া নৈশপ্রহরী ও আয়া পদে যথাক্রমে নিমাই মণ্ডল ও মিনতি রানীর কাছ থেকে ১০ লাখ করে মোট ২০ লাখ টাকার বিনিময়ে তাঁদের নিয়োগ চূড়ান্ত করা হয়।
অভিযোগকারী আসমা বেগম, রেশমা ও মারুফা বেগমসহ কয়েকজন জানান, তাঁরাও আয়াসহ কয়েকটি পদে আবেদন করেন। কিন্তু পরীক্ষার একদিন আগেই তাঁরা টাকার বিনিময়ে ওই চারটি পদে চারজনের নিয়োগ চূড়ান্ত করার বিষয়টি জানতে পারেন। তখন তাঁরা পরীক্ষার শুরুর আগেই শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে সাজানো ওই পরীক্ষা বন্ধসহ পুনরায় স্বচ্ছভাবে পরীক্ষা অনুষ্ঠানের আবেদন করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসারের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়। তবে মাঝেমধ্যে তিনি অন্য নম্বর দিয়ে অভিযোগকারী প্রার্থীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন বলে জানা গেছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রেজাউল করিম বলেন, ‘টাকা দিয়ে নিয়োগের বিষয়ে আমার জানা নেই। তবে ইতিপূর্বে এ বিদ্যালয়ের সব নিয়োগ স্বচ্ছতার মধ্য দিয়েই হয়েছে।’
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোনকল রিসিভ করেননি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪