Ajker Patrika

বোরো রোপণে ব্যস্ত কৃষক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১২: ৩০
বোরো রোপণে ব্যস্ত কৃষক

সাতক্ষীরার তালার কৃষকেরা বোরো ধানের চারা রোপণ শুরু করেছেন। সকাল হতেই কৃষকেরা ট্রাক্টর, কোদাল, মই ও মাথাল নিয়ে বেরিয়ে পড়ছেন মাঠে। বোরোর চারা রোপণে তাঁদের মধ্যে উৎসবের ভাব লক্ষ করা যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ ফসলের মাঠে ধানের কচি চারার সবুজ গালিচা। বীজতলা থেকে ধানের চারা তুলছেন চাষিরা। কোথাও কোথাও গভীর নলকূপ থেকে তোলা হচ্ছে সেচের পানি। কেউ ট্রাক্টর আবার কেউ পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছেন। কৃষাণ-কৃষাণীরা রয়েছে ন ফুরফুরে মেজাজে।

কেউবা জমিতে হাল চাষ দিচ্ছেন, কেউ জমির আইলে কোদাল মারছেন কেউ আবার বীজতলা থেকে ধানের চারা তুলে তা রোপণ শুরু করছেন।

হরিচন্দ্রকাটি গ্রামের সন্তোষ ঘোষ জানান, গত বছর বোরো চাষ করে লাভবান হয়েছেন তিনি। এবারও সে আশায় ৩ বিঘা জমিতে বোরো আবাদ শুরু করেছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন জানান, বোরো ধান রোপণ শুরু হয়েছে। সরকার প্রতিবছরই কৃষকদের পর্যাপ্ত প্রণোদনা দিচ্ছে। ফসল উৎপাদনে দেওয়া হচ্ছে কৃষকদের প্রশিক্ষণ। প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত