Ajker Patrika

ওসির নম্বর ক্লোন প্রার্থীদের কাছে চাঁদা দাবি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৩: ৫৪
ওসির নম্বর ক্লোন  প্রার্থীদের কাছে চাঁদা দাবি

মাগুরার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়ের সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করে শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়ের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, আমার সরকারি মোবাইল নম্বর ০১৩২০১৪৫১৯৬ প্রতারক চক্র নম্বরটি ক্লোন করে নির্বাচনে প্রার্থীদের কাছে টাকা চাচ্ছে। এ বিষয়ে প্রতারিত না হয়ে, প্রতারকের ফোন কলটি কেটে দিয়ে সরাসরি ০১৩২০১৪৫১৯৬ নম্বরে ফোন দিয়ে জানানোর জন্য অনুরোধ করছি।

সব্দালপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম সুহাশ বলেন, ‘ওসির নম্বর থেকে কয়েকবার আমার ফোনে কল এসেছিল। আমি রিসিভ করিনি। পরে বিষয়টি জানতে পারলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত