Ajker Patrika

নকল খাদ্যপণ্য উৎপাদনের দায়ে দুজনের দণ্ড

পাবনা প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৮: ৫৩
নকল খাদ্যপণ্য উৎপাদনের দায়ে দুজনের দণ্ড

নকল শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদনের অভিযোগে গত বুধবার বিকেলে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাঁদের তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্ত দুজন হলেন—সদর উপজেলার আতাইকুলা থানার শাকদিয়া গ্রামের মামুনুর রশীদ (৩৪) ও আটঘরিয়া উপজেলার পাড়া শিদাইল গ্রামের আলমাস আলী (৩০)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হান্নান বলেন, পাবনা পৌরসদরের রাধানগর নুরপুর এলাকার একটি বাড়িতে নকল শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদন হয়—এমন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকেলে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় সেখান থেকে জব্দ করা হয় বেশকিছু নকল খাদ্যপণ্য। কারখানা সিলগালা করে জড়িত দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাওসার হাবিব দুজনকে তিন মাসের কারাদণ্ড দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত