Ajker Patrika

নতুন তদন্ত কর্মকর্তা পরিদর্শক মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১১: ২০
নতুন তদন্ত কর্মকর্তা পরিদর্শক মহিউদ্দিন

চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (আইও) অন্যত্র বদলি হয়ে গেছেন। এ কারণে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিদর্শক মহিউদ্দিন সেলিম।

গতকাল সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মেট্রোপলিটন পুলিশ সুপার নাঈমা সুলতানা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাঈমা সুলতানা বলেন, ‘মামলাটির আগের তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমার সম্প্রতি অন্যত্র বদলির আদেশ আসে। গত বৃহস্পতিবার তিনি আমাদের দপ্তর ছেড়ে নতুন কর্মস্থলে চলে গেছেন। তাই মামলাটির নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে পরিদর্শক মহিউদ্দিন সেলিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিই এখন মামলাটি তদন্ত করবেন।’

সিএমপি সূত্রে জানা গেছে, পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বর্তমানে সিএমপি কমিশনার কার্যালয়ের পরিদর্শক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক সময়ের আলোচিত পুলিশ কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন সেলিম পিবিআইয়ের চট্টগ্রাম জেলা শাখায় কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার তাঁকে নগর শাখায় বদলি করা হয়। গতকাল তিনি পিবিআই মেট্রো শাখায় যোগ দিয়ে দেশজুড়ে আলোচিত মিতু হত্যা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন।

২০১৬ সালের ৫ জুন মিতু খুনের ঘটনায় পাঁচলাইশ থানায় তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। তবে শুরু থেকেই মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ দাবি করে আসছেন, তাঁর জামাতা বাবুল আক্তার এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পরকীয়ার জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন।

মামলাটির তদন্তভার ২০২০ সালের জানুয়ারিতে পিবিআইয়ের হাতে আসে। পরিদর্শক সন্তোষ কুমার চাকমা মামলা তদন্ত করে আসছিলেন। গত ১১ মে মামলার বাদী বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে নিজেদের হেফাজতে নেয় পিবিআই। পরদিন ১২ মে বাবুলের বাদী হয়ে করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন পিবিআইর তদন্ত কর্মকর্তা। সেখানে বলা হয় বাবুল নিজেই তাঁর স্ত্রী হত্যায় জড়িত। এদিন বাবুলসহ আরও কয়েকজনকে আসামি করে নতুন মামলার আবেদন করা হয়।

একই দিন মিতুর বাবা মোশাররফ হোসেন পাঁচলাইশ থানায় জামাতাকে প্রধান আসামি করে আটজনের নামে নতুন হত্যা মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত