Ajker Patrika

টিকাদানে বাংলাদেশের প্রশংসা মার্কিন রাষ্ট্রদূতের

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৯: ৩৪
টিকাদানে বাংলাদেশের প্রশংসা মার্কিন রাষ্ট্রদূতের

করোনা টিকাদানে বাংলাদেশের প্রশংসা করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, ‘বাংলাদেশ সাহসিকতা ও সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করেছে।’ একই সঙ্গে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলার ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে চলমান করোনা টিকা কার্যক্রম পরিদর্শনকালে আর্ল মিলার এ কথা বলেন। এ সময় তিনি স্বাস্থ্যকর্মী, টিকা গ্রহীতাসহ বিভিন্ন শিক্ষার্থী ও শিক্ষকের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্যকর্মীদের হিরো সম্বোধন করে তিনি বলেন, মহামারির ইতিহাসে স্বাস্থ্যকর্মীদের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান।

শিক্ষকদের উদ্দেশে আর্ল মিলার বলেন, ‘মহামারির সময় শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, শিক্ষার্থীরা স্কুলে যেতে পারেনি। তবু শিক্ষকেরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সব সময় সঠিক পথে রেখেছেন। শিক্ষকেরা মনোবিজ্ঞানীর ভূমিকা পালন করেছেন।’ তিনি আরও বলেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা টিকা গ্রহণে একদম ভীত নয়, সাহসের সঙ্গে টিকা নিচ্ছে।’

টিকা কার্যক্রম পরিদর্শনের শেষে মার্কিন রাষ্ট্রদূত স্কুল ক্যাম্পাস ঘুরে দেখেন এবং সুন্দর পরিবেশে টিকাকেন্দ্র করার প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মোহাম্মদ শামসুল হক, মুন্সিগঞ্জ সিভিল সার্জন মনজুরুল আলম, অধ্যক্ষ মেজর মোহাম্মদ শরীফ উজ্জামানসহ অনেকে।

১৪ ডিসেম্বর মঙ্গলবার থেকে মুন্সিগঞ্জে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার টিকা দেওয়া শুরু হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ৩টি বুথে ফাইজার টিকা দেওয়া হচ্ছে। শুরুর দিন থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে এই কেন্দ্র।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের টিকা প্রথম দেড় মাসের মধ্যে সম্পন্ন করা হবে। এরপর আবার শুরু হবে দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। মুন্সিগঞ্জে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীর সংখ্যা ৭৫ হাজার ২৪০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত