Ajker Patrika

মাগুরায় বন্ধ অবৈধ ১৫ ক্লিনিক ও ডায়াগনস্টিক

মাগুরা প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২২, ১৪: ০৬
মাগুরায় বন্ধ অবৈধ ১৫ ক্লিনিক ও ডায়াগনস্টিক

মাগুরা সিভিল সার্জনের অভিযানে ১৫টি অনিবন্ধিত ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

গতকাল শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব অনিবন্ধিত ক্লিনিক ও হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়।

এদিন শহরের ভায়না, সরকারি কলেজ রোড, ঢাকা রোড, নতুন বাজার, স্টেডিয়াম গেটসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ ছাড়া শহর এলাকা বাদেও জেলার শালিখা উপজেলায় স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে দিনভর এ অভিযান চলেছে।

অভিযানের বিষয়ে জেলা সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ সারা দেশের মতো জেলা জুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতালের তালিকা তৈরি করে অভিযান চালানো হচ্ছে।’

শহিদুল্লাহ দেওয়ান বলেন, ‘আমাদের কাছে কয়েক বছর আগের তথ্য ছিল মোট ১৪১টি হাসপাতাল ক্লিনিক আছে মাগুরায়। এখন মাঠে নেমে দেখি এর থেকে অনেক বেশি সংখ্যক অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিকের হাট বসেছে। যাদের কোনো কাগজপত্র নেই। স্থানীয় পর্যায়ে তাঁদের প্রভাব আছে। এ জন্য অনেকে বিষয়টা চাপাচাপি করেন।’

শহিদুল্লাহ দেওয়ান আরও জানান, ‘অনিবন্ধিত হলেই বন্ধ করে দেওয়া হচ্ছে। শনিবার উপজেলায় অভিযানে মোট ১৫টি বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে।’

মাগুরার সিভিল সার্জন অভিযানে ‘আরও অনিবন্ধিত প্রতিষ্ঠান আছে। পর্যায় ক্রমে তা বন্ধ করার কাজ চলমান। এ অভিযান অব্যাহত থাকবে। তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না ঠিক কতটা সংখ্যা। কারণ গোপনে অনেকে এসব ব্যবসা করছেন।’

শহিদুল্লাহ দেওয়ান আরও বলেন, ‘যেসব হাসপাতাল ও ফার্মেসির নিবন্ধন নেই সেইসব প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। সরকারি নিবন্ধন পেলে সেগুলো চালু করতে পারবে। জেলার সব ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টারের বৈধতা যাচাই করা হচ্ছে।’

গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিপ্তর থেকে ৭২ ঘণ্টার (তিন দিন) মধ্যে সারা দেশের অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়। দেশের সব জেলা সিভিল সার্জন দপ্তরের ন্যায় মাগুরাতেও এ নির্দেশনা আসে। এরপরই জেলাজুড়ে অভিযানে নামে সিভিল সার্জন দপ্তর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...