Ajker Patrika

ঝালকাঠিতেও সম্মেলন করতে পারল না বিএনপি

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১০: ০৪
ঝালকাঠিতেও সম্মেলন করতে পারল না বিএনপি

পুলিশি বাধায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন পণ্ড হয়ে গেছে। গতকাল রোববার সকালে শহরের মধ্যচাঁদকাঠিতে জেলা বিএনপির কার্যালয়ে সম্মেলন হওয়ার কথা থাকলেও পুলিশের বাধায় তা হয়নি। এ দিকে বিএনপির নেতারা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ তুলেছেন যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

তবে যুবলীগ এই অভিযোগ অস্বীকার করেছে; বরং যুবলীগ বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনার দায় দিচ্ছে বিএনপির ওপর।

জানা গেছে, সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ বিলকিস জাহান শিরিন। সম্মেলন উপলক্ষে বিএনপির নেতা-কর্মীরা যথাসময়ে দলটির কার্যালয়ে আসতে শুরু করেন। কিন্তু সম্মেলন করার অনুমতি না থাকার অজুহাতে সম্মেলন পণ্ড করে দেয় পুলিশ।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, ‘সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীরা পার্টি অফিসে আসতে থাকেন। কিন্তু পুলিশ সম্মেলন করতে দেয়নি; বরং নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। একই সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের কার্যালয় ভাঙচুর করেছেন।’

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘সদর উপজেলা বিএনপির সম্মেলন করার কোনো অনুমতি ছিল না। এরপরও বিএনপি নিজেদের কার্যালয়ে সম্মেলনের চেষ্টা করলে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের সরিয়ে দেয়। তবে কারা তাদের কার্যালয় ভাঙচুর করেছে, তা জানা নেই।’

এদিকে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির। তিনি বলেন, ‘বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে অফিস ভাঙচুর হতে পারে। যুবলীগ বা ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত না। যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্তর্জাতিক মার্তৃভাষা ও জাতীয় শহীদ দিবসের কর্মসূচি নিয়ে ব্যস্ত।’

গত শনিবার ঝালকাঠির নলছিটি উপজেলায় বিএনপির সম্মেলনও করতে দেয়নি পুলিশ। অনুমতি না থাকার অভিযোগে সম্মেলন করতে দেওয়া হয়নি দাবি পুলিশের। সম্মেলনে বাধা দেওয়ায় বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিলে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে সম্মেলনস্থল ছেড়ে চলে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত