Ajker Patrika

‘সিএনজি অটোর তথ্য মিলবে কিউআর কোডে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১: ৪৬
‘সিএনজি অটোর তথ্য মিলবে কিউআর কোডে’

কিউআর কোডে চট্টগ্রাম নগরীর সিএনজিচালিত অটোরিকশার চালক ও মালিকদের তথ্য মিলবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

গতকাল নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ট্রাফিক সেবা সপ্তাহের উদ্বোধনীতে এ তথ্য জানান তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের উদ্যোগে ‘ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ সড়ক নিশ্চিত করুন’ স্লোগানে শুরু হয়েছে সপ্তাহটি।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন, নগরে সিএনজিচালিত অটোরিকশার মালিক ও ড্রাইভারদের নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে ভেরিফায়েডের কাজ শুরু করেছে সিএমপি। এখন পর্যন্ত প্রায় সাড়ে ১২ হাজার গাড়ির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে সকল অটোরিকশার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। মালিক ও চালকদের সব তথ্য পুলিশ সার্ভারে জমা রেখে প্রত্যেককে একটি আলাদা কিউআর কোড ও নিউম্যারিক আইডি কার্ড দেওয়া হবে।

সালেহ মোহাম্মদ তানভীর বলেন, এসব কাজ সম্পন্ন হলে সিএনজি অটোরিকশাগুলো শৃঙ্খলায় আনা যাবে। কিউআর কোডে মিলবে চালক-মালিকের তথ্য। যাত্রীদের নিরাপত্তায় এই ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলমসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত