Ajker Patrika

জেলায় করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১২: ৫৭
জেলায় করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু

জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন দুজন। গত রোববার বিকেল ৫টা থেকে গতকাল সোমবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ মৃত্যু ও শনাক্ত হয়। গতকাল সোমবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, ওই ২৪ ঘণ্টায় ৩১২ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার শূন্য দশমিক ৬ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লা জেলায় পরীক্ষার জন্য ১ লাখ ৯৩ হাজার ৩০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ১ লাখ ৯২ হাজার ৪৬১ জনের।

এ পর্যন্ত কুমিল্লা জেলায় ৩৯ হাজার ৫৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৫২০ জন। আর মারা গেছেন ৯৫৪ জন।

এদিকে ওই গত ২৪ ঘণ্টায় বিদেশগামী ৩০৭ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। এঁদের মধ্যে কারও দেহে ভাইরাসটি শনাক্ত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত