Ajker Patrika

টাকা ছাড়া মেলে না সেবা

রাসেল আহমেদ, তেরখাদা
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৫২
টাকা ছাড়া মেলে না সেবা

তেরখাদার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে টাকা ছাড়া সেবা পাচ্ছে না সাধারণ মানুষ। উপজেলার তেরখাদা ও বারাসাত ইউনিয়ন ভূমি অফিসে কতিপয় দালালের কাছে তাঁরা জিম্মি হয়ে পড়েছেন। সেবা নিতে এসে দালালের হাতে প্রতারিত হওয়ার অভিযোগ এনেছেন তারা।

জানা গেছে, জমি কেনাবেচা করতে হালনাগাদ দাখিলার প্রয়োজন হয়। সেই দাখিলার চার্জ হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা। অথচ এ কাজে ভূমিমালিকদের কাছ থেকে দুই থেকে তিন হাজার টাকা নেওয়া হচ্ছে।

আবার নামজারির জন্য নির্ধারিত ফি ১১৫০ টাকা। অথচ এ কাজে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্রটি। ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা চিহ্নিত ওই দালালদের মাধ্যমে এই অর্থ হাতিয়ে নিচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, জমির খাজনা কাটতে গেলে ইচ্ছেমতো ফি আদায় করছেন কর্মকর্তারা। এতে ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন তাঁরা।

উপজেলার সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা শেখ তোফায়েল আহমেদ বলেন, সদর ইউনিয়ন ভূমি অফিসে দালালের উপদ্রব বেড়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে এসে দালালদের হাতে প্রতারণার শিকার হচ্ছেন তাঁরা। এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না।

কামারোল এলাকার বাসিন্দা মোসলেম শিকদার বলেন, ভূমি অফিসে দাখিলা কাটতে গেলে বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা সময়ক্ষেপণ করেন। এবং ধার্য টাকার চেয়ে বেশি টাকা নেওয়া হয়। আমিও এরূপ হয়রানির শিকার হয়েছি।

তেরখাদা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মালেকের বিরুদ্ধে অবৈধভাবে টাকা দাবিসহ নানাবিধ হয়রানির অভিযোগ উঠেছে। তার এই অনিয়ম ও দুর্নীতির বিচার চেয়ে খুলনা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার দশভাইয়া যদিও আব্দুল মালেক সব অভিযোগ অস্বীকার করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্বপ্রাপ্ত রূপসার কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, ভূমি অফিস সবার জন্য উন্মুক্ত। মানুষ সরাসরি আমাদের কাছে আসুক। কেউ দালালদের কাছে গেলে আমাদের কিছু করার থাকে না। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

দলীয় মনোনয়ন পছন্দ না হওয়ায় বিশৃঙ্খলা, বিএনপির ৪ নেতা বহিষ্কার

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

জোটেই ভোট করবে জামায়াত, চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ