Ajker Patrika

শিক্ষার্থীদের জন্য শৌচাগার নেই, নামতে হয় নিচতলায়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২২, ১৬: ১১
শিক্ষার্থীদের জন্য শৌচাগার নেই, নামতে হয় নিচতলায়

শিক্ষার্থীদের জন্য শৌচাগার নেই, নামতে হয় নিচতলায়কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে নেই শৌচাগারের ব্যবস্থা। এতে গ্রন্থাগারে আসা শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। শৌচাগার নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পঞ্চম তলায় কেন্দ্রীয় গ্রন্থাগারের অবস্থান। সেখানে গ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারীদের জন্য শৌচাগারের ব্যবস্থা থাকলেও শিক্ষার্থীদের জন্য নেই। শিক্ষার্থীরা মাঝেমধ্যে ওই শৌচাগার ব্যবহারের জন্য গেলে তাঁদের বাধার মুখে পড়তে হয় বলে জানা গেছে। প্রায়ই সময়েই সেখানে তালা ঝুলে। কর্মকর্তা-কর্মচারীরা গেলেই কেবল খুলে দেওয়া শৌচাগারের তালা। শিক্ষার্থীদের যেতে হয় নিচতলার শৌচাগারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমা আক্তার বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে শৌচাগার থাকবে না বিষয়টা মানা যায় না। আমাদের অনেকটা সময় এখানে অবস্থান করতে হয়। শৌচাগারে যাওয়ার প্রয়োজন হয়। ওপরে শৌচাগার না থাকায় নিচ তলায় নামতে হয়। এতে পড়াশোনায় বিঘ্ন ঘটে। মনযোগটাও থাকে না।’

মোজাম্মেল হক নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘গ্রন্থাগারে অবস্থানের সময় শৌচাগারে যাওয়ার দরকার পড়লে যেতে পারি না। ওপরে শৌচাগার থাকলেও সেগুলো শিক্ষার্থীদের ব্যবহার করতে দেওয়া হয় না। নিচ তলার শৌচাগারে যেতে হয়। কিন্তু সেগুলোও অপরিষ্কার থাকার কারণে বাধ্য হয়ে ফ্যাকাল্টিতে আসতে হয়, যেটি খুবই বিরক্তিকর। এতে সময়ও অপচয় হয়।’

প্রশাসনিক ভবনের নিচতলায় থাকা শৌচাগারগুলো ঘুরে দেখা গেছে, খুবই অপরিষ্কার অবস্থা। দরজা গুলোও ঠিকভাবে লাগানো যায় না। ভেতরে নেই বৈদ্যুতিক বাল্ব। অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে।

লাইব্রেরিতে শৌচাগারে সমস্যার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মহিউদ্দিন মোহাম্মদ তারিক ভূঞাঁ আজকের পত্রিকাকে বলেন, গ্রন্থাগারে জায়গা কম থাকায় নতুন করে শৌচাগার নির্মাণ করা সম্ভব না। তাই গ্রন্থাগারের পেছনে শৌচাগার নির্মাণের জন্য প্রকৌশল দপ্তরের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু সেখানে শৌচাগার নির্মাণ সম্ভব নয় বলে জানায় তাঁরা। তবে, আপাতত একটি শৌচাগারের ব্যবস্থা করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা।

মহিউদ্দিন মোহাম্মদ তারিক ভূঞাঁ আরও বলেন, ‘গ্রন্থাগারের জন্য নতুন ভবন নির্মাণ করা হবে। আশা করি তখন শৌচাগারের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত