Ajker Patrika

সজিবের পরিবারের পাশে সাংসদ দীপংকর

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩: ১৫
সজিবের পরিবারের পাশে সাংসদ দীপংকর

রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর ইউপিতে নির্বাচনী সহিংসতায় নিহত ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সজিবুর রহমানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন খাদ্য মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ দীপংকর তালুকদার। গত শুক্রবার সকালে কাপ্তাই নতুনবাজার এলাকায় সজিবে পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য যান। এ সময় ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

একই দিন কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকায় বসবাসরত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা রেফাত উল্লার বাসায়ও যান সাংসদ দীপংকর।

সাংসদ দীপংকরকে পেয়ে নিহত সজিবুরের বড় মেয়ে নুসরাত জাহান বাবার হত্যাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। এর পরিপ্রেক্ষিতে সাংসদ দীপংকর নিহত সজিবুর রহমানের পরিবারকে বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়, দোষী সবাইকে শাস্তি পেতে হবে।’

এদিকে সজিবুর রহমানের পরিবারের সদস্যদের ৫ হাজার টাকা তুলে দেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত