Ajker Patrika

মনে হয়েছে সে সোহাগের পক্ষেই আছে

গোলাম সারোয়ার টিপু
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১১: ৫৩
মনে হয়েছে সে সোহাগের পক্ষেই আছে

শুনেছি আবু নাঈম সোহাগের বিষয়ে কাজী সালাউদ্দিন বলেছে, সে দুঃখিত!  সাধারণ সম্পাদককে নিয়ে সে কী কারণে দুঃখিত হচ্ছে? ফিফা সোহাগকে ‘অন্যায়ভাবে’ সরিয়ে দিয়েছে এ কারণে সে দুঃখিত হচ্ছে? নাকি অন্য কোনো কারণে? বিষয়টা সবার জানা দরকার। 

বাফুফে সভাপতির দুঃখিত হওয়ার কারণ স্পষ্ট নয়। সালাউদ্দিন কী কারণে ‘দুঃখিত’ হচ্ছে, সেটা আগে অনুসন্ধান করতে হবে। সে যেভাবে বলেছে যেন অন্যায়টা ফিফাই করেছে! তাকে মনে হয়েছে সে সোহাগের পক্ষেই আছে। শুনেছি সে নাকি সােহাগের বিষয়ে ফিফা প্রেসিডেন্টের সঙ্গে কথাও বলবে। 

বাফুফে সভাপতির তো অনেক ক্ষমতা। ক্ষমতা নেই শুধু মেয়েদের জন্য টাকা সংগ্রহ করতে না পারা। এই সাফজয়ী মেয়েদের অনেককেই সে অলিম্পিকে খেলার স্বপ্ন থেকে বঞ্চিত করেছে। 

২০২৪ অলিম্পিকের পর যে অলিম্পিক হবে, সেখানে বাংলাদেশ অনেক ভালো খেলোয়াড়কে পাবে না। ২০২৮ অলিম্পিকের যে বাছাই হবে সেখানে সাবিনা, সানজিদা, মারিয়া, শামসুন্নাহার, কৃষ্ণাদের মতো দুর্দান্ত ফর্মে থাকা মেয়েদের বয়স থাকবে না, ফিটনেস থাকবে না। ৫০ লাখ টাকার জন্য এই মেয়েরা অলিম্পিকে খেলতে যেতে পারবে না—কতটা দুঃখজনক ঘটনা আমাদের জন্য বলে বোঝানোর নয়। 

সালাউদ্দিন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধেও অনেক কথা বলেছে। তাকে কেন প্রশ্নের সম্মুখীন করা হয় না? সে অন্যের পরিবারের পরিচয় নিয়ে প্রশ্ন তোলে। সে কি নিজে খুব বেশি শিক্ষিত? সে কেন সোহাগের বিষয়ে দুঃখিত শব্দ ব্যবহার করে, সেটা সবার আগে বের করতে হবে। 

এত সব ঘটনার পর আমি মনে করি, সাংবাদিকদের এখন থেকে তার সব সংবাদ সম্মেলন বর্জন করা উচিত। 

গোলাম সারোয়ার টিপু, সাবেক ফুটবলার ও কোচ, জাতীয় দল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

হাফ হাতা পোশাক পরে নামাজ আদায় করা যাবে কি?

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত