Ajker Patrika

সয়াবিন তেলের দাম বেশি রাখায় জরিমানা

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৫: ৫৭
সয়াবিন তেলের দাম বেশি রাখায় জরিমানা

ব্রাহ্মণপাড়ায় ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে উপজেলার সাহেবাবাদ ও ব্রাহ্মণপাড়া সদর বাজারে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্রেতাদের কাছ থেকে সয়াবিন তেলের দাম বেশি রাখায় ছয় দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত সোমবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় উপজেলা স্যানিটারি পরিদর্শক পারভীন সুলতানা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকার সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি লিটার খোলা তেলের ক্ষেত্রে ১৪৩ টাকা এবং প্রতি লিটার বোতলজাত তেলের ক্ষেত্রে ১৬৮ টাকা ও প্রতি ৫ লিটার বোতলজাত তেল ৭৯৫ টাকা নির্ধারণ করে দিয়েছে। এর চেয়ে বেশি মূল্যে বিক্রি করার অপরাধে ছয় দোকানিকে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

অভিযানে সাহেবাবাদ বাজারে হাজী সিরু মিয়া স্টোরে প্রতি লিটার বোতলজাত তেল ১৮০ টাকায় বিক্রি করায় এর স্বত্বাধিকারী আমিনুল ইসলামকে ৪০ হাজার টাকা, বাহার স্টোরের মো. দেলোয়ার হোসেনকে প্রতি ৫ লিটার বোতলজাত তেল ৯০০ টাকায় বিক্রি করায় ৪০ হাজার টাকা, পরশমনি স্টোরের শাহজালালকে প্রতি লিটার তেল ১৭০ টাকায় বিক্রি করায় ৩০ হাজার টাকা এবং আলম স্টোরের মো. আলমকে প্রতি লিটার বোতলজাত তেল ১৯০ টাকায় বিক্রি করায় ৪০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

এ ছাড়া ব্রাহ্মণপাড়া বাজারে ইউনুছ স্টোরের মালিক ইউনুছ মিয়াকে ৫ লিটারের বোতল ৮৮০ টাকায় বিক্রি করায় ২৫ হাজার টাকা এবং নাঈম স্টোরের মালিক আমির হোসেনকে প্রতি লিটার তেল ১৭৫ টাকায় বিক্রি করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘আসছে মাহে রমজান সামনে রেখে ব্রাহ্মণপাড়ার হাট-বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত