Ajker Patrika

মেঘনার বুকে চেয়ারম্যানের ড্রেজার, ভাঙনের শঙ্কা

মেঘনার বুকে চেয়ারম্যানের ড্রেজার, ভাঙনের শঙ্কা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার (খননযন্ত্র) বসানোর অভিযোগ উঠেছে স্থানীয় বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল আমিন সরকারের বিরুদ্ধে। বালু তোলার সব আয়োজন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দু-এক দিনের মধ্যেই বালু তোলার কাজ শুরু হবে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, অবাধে বালু তোলায় খালি হবে নদীর বুক। ভাঙন দেখা দেবে তীরসংলগ্ন এলাকায়। এতে ২০০ বছরের পুরোনো আনন্দবাজার হাট ও নুনেরটেক এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।স্থানীয়রা জানান, এ হাটের পাশে মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করলে বাজারের মাঠ ও নুনেরটেক এলাকায় ভাঙন দেখা দেবে। বালু তোলার কারণে ওই হাট বিলীন হলে কর্মহীন হবে হাটে কাজ করা শ্রমিকেরা। ইউপি চেয়ারম্যান আল আমিন সরকারের সঙ্গে যোগসাজশে স্থানীয় শহিদুল্লাহর ছেলে নজরুল ও বৈদ্যেরবাজার ইউপির প্যানেল চেয়ারম্যান নবী হোসেন বালু তুলে বিক্রির পাঁয়তারা করছেন।

আনন্দবাজার হাট কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘চেয়ারম্যান ও মেম্বাররা একত্রিত হয়ে বালু উত্তোলন করার চেষ্টা করছেন। বাজারের সামনের নদী থেকে বালু উত্তোলন করলে বাজার ক্ষতিগ্রস্ত হবে।’

হাটের সাবেক ইজারাদার আব্দুল বাসেদ বলেন, ‘ঐতিহ্যবাহী আনন্দবাজার হাটের সীমানায় মেঘনায় ড্রেজার বসিয়ে বালু তুললে হাটটি বিলীন হয়ে যাবে।’

এ বিষয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল আমিন সরকার বলেন, ‘বাজারের পরিধি বাড়ানোর জন্য বালু ভরাটের প্রস্তুতি চলছে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম করা হবে না।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইব্রাহিম বলেন, ঘটনাস্থলে সহকারী ভূমি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ান-উল-ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত