Ajker Patrika

বিক্রি নেই, চাল নিয়ে বিপাকে দিনাজপুরের ব্যবসায়ীরা

মো. আনিসুল হক, দিনাজপুর
বিক্রি নেই, চাল নিয়ে বিপাকে দিনাজপুরের ব্যবসায়ীরা

দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলন ও কারফিউর কারণে যান চলাচল বন্ধ থাকায় দিনাজপুর থেকে সারা দেশে চাল সরবরাহ বন্ধ রয়েছে। এমনকি সরকারি খাদ্যগুদাম থেকেও মজুত চাল দেশের অন্য প্রান্তে সরবরাহ করা সম্ভব হয়নি। ফলে জায়গা সংকুলান না হওয়ায় সরকারি খাদ্যগুদামে আনা চালের ট্রাক লোড-আনলোড বন্ধ রয়েছে।

অন্যদিকে জেলার অটো রাইস মিলগুলোতে উৎপাদন করা চালের মজুত বাড়লেও বিক্রি করতে না পারায় অতিরিক্ত চাল নিয়ে বিপাকে পড়েছেন মিলমালিকেরা। তবে জেলার চালের বাজারে এর কোনো প্রভাব পড়েনি, দামও স্থিতিশীল রয়েছে। 

গতকাল মঙ্গলবার দিনাজপুরের পুলহাট এলাকাসহ কয়েকটি উপজেলার মিলমালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্দোলন ও কারফিউতে চাল উৎপাদনে তেমন কোনো প্রভাব পড়েনি। কিন্তু সার্বিক পরিস্থিতিতে দূরপাল্লার যানবাহন চলাচল না করায় দেশের বিভিন্ন প্রান্তে চাল সরবরাহ করা যায়নি। 
মিলমালিকেরা জানান, চালের অন্যতম হাব দিনাজপুর। এখানকার চাল রাজধানী ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তের বাজারে পাইকারি সরবরাহ করা হয়। কিন্তু চলমান কারফিউতে যানবাহন-সংকটের কারণে দেশের বিভিন্ন প্রান্তে চাল সরবরাহ করা যায়নি। 

এদিকে গত এক সপ্তাহে দিনাজপুর সদর উপজেলা খাদ্যগুদাম থেকে দেশের বিভিন্ন জায়গায় চাল সরবরাহের কথা থাকলেও পরিবহন জটিলতার কারণে কোনো চাল সরবরাহ করা সম্ভব না হওয়ায় উপজেলা খাদ্যগুদামে ধারণক্ষমতার চেয়ে বেশি মজুত রয়েছে। গতকাল দুপুরে দিনাজপুর সদর উপজেলার খাদ্যগুদাম ঘুরে দেখা গেছে, ১৫ থেকে ২০টি চালের ট্রাক খালাসের অপেক্ষায় সারি সারি দাঁড় করিয়ে রাখা হয়েছে। কাজ না থাকায় অলস সময় পার করছেন গুদামের শ্রমিকেরা। 

পুলহাটের বাঁধন অয়ন অটো রাইস মিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বলেন, ‘চলমান পরিস্থিতিতে আমাদের চাল উৎপাদন চালু ছিল; কিন্তু কোথাও তো পাঠাতে পারছি না।’ 

জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মো. মোসাদ্দেক হোসেন বলেন, দেশের অনেক জায়গায়, বিশেষ করে ঢাকার অধিকাংশ মোকাম এখনো ঠিকমতো চালু হয়নি। ফলে চালের চাহিদাও নেই। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তাঁরা প্রয়োজনীয় সহযোগিতা দিলে চাল সরবরাহ শুরু হবে।’ 

দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী বলেন, একদিকে ট্রাকমালিকেরা গাড়ি বের করতে রাজি নন, আবার চালক-হেলপার প্রত্যেকের মধ্যে একধরনের ভীতি কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত