Ajker Patrika

শিশু হত্যার অভিযোগে গ্রেপ্তার হলেন সৎমা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৩: ২৮
শিশু হত্যার অভিযোগে গ্রেপ্তার হলেন সৎমা

সাতক্ষীরার তালায় পাঁচ বছরের কন্যা শিশু আফসানা খাতুনকে হত্যার অভিযোগে তার সৎ মা মোছা রোকেয়া খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার জেয়ালা নলতা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোছা রোকেয়া খাতুন তালা উপজেলার জেয়ালা নলতা এলাকার মো. আলতাফ বিশ্বাস ও জরিনা বেগম দম্পতির মেয়ে ও একই উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামের আবদুল কাদিরের দ্বিতীয় স্ত্রী।

গত বছরের ৩০ এপ্রিল শিশু আফসানা খাতুনকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার পর পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রচার করতে থাকেন রোকেয়া। পরে ঘটনা জানাজানি হলে রোকেয়া খাতুনের স্বামী আবদুল কাদির বাদী হয়ে রোকেয়াকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন।

তালা থানায় মামলার পর থেকেই রোকেয়াকে গ্রেপ্তার তৎপরতা চালায় তালা থানা-পুলিশ। এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার মামলা গ্রহণের দিন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানের নেতৃত্বে আসামি রোকেয়া খাতুনকে গ্রেপ্তার করেন এসআই প্রীতিশ রায়।

গ্রেপ্তারকৃত রোকেয়া খাতুনকে বুধবার আদালতে হাজির করা হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক তিনি হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার জবানবন্দি রেকর্ড করেন সাতক্ষীরা আমলি আদালত-৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম।

শিশু কন্যাকে হত্যার দায়ে সৎ মায়ের গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, শিশুটির বাবা থানায় হত্যা মামলা করেন। মামলা গ্রহণের পর হত্যাকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গতকাল বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হয়।

তিনি আরও বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং আদালতের জবানবন্দিতে হত্যাকারী রোকেয়া বেগম শিশু আফসানা খাতুনকে হত্যার দায় স্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত