Ajker Patrika

পাঁচ দিনে ২২৬ কিমি পথ পাড়ি বাবা-ছেলের

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৪: ০০
পাঁচ দিনে ২২৬ কিমি পথ পাড়ি বাবা-ছেলের

গাইবান্ধা থেকে ২২৬ কিলোমিটার পথ হেঁটে বাংলাবান্ধায় পৌঁছালেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সাদেক আলী ও তাঁর ছেলে মোস্তাফিজুর রহমান। গত ৭ মার্চ হাঁটা শুরু করে ১১ মার্চ বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধার জিরোপয়েন্টে পৌঁছান।

জানা গেছে, হাঁটার উপকারিতা ও এ বিষয়ে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে সাদেক আলী ছেলে মোস্তাফিজুরকে সঙ্গী করে দেশের বিভিন্ন স্থানে হেঁটে ভ্রমণ করছেন। এবার তাঁরা গাইবান্ধা থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা পর্যন্ত পাঁচ দিনে পাড়ি দিলেন ২২৬ কিলোমিটার পথ।

গত ৭ মার্চ বাংলাবান্ধার অভিমুখে যাত্রা করেন সাদেক আলী ও মোস্তাফিজুর। পাঁচ দিনপর তাঁরা এখানে পৌঁছান। এখন দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন বাবা-ছেলে।

সাদেক আলী বলেন, ‘আমি ও আমার ছেলে গত ১৪ ডিসেম্বর থেকে একটি বিশেষ উদ্যোগ সামনে রেখে মিশন শুরু করি। আমরা ৩৭ তম মিশনে পৌঁছাই। আর এই মিশনে আমরা ১ হাজার ১৩৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করি। ৭ মার্চ থেকে ৩৮ তম মিশন শুরু করে বাংলাবান্ধার জিরোপয়েন্টে পৌঁছাতে সক্ষম হই।’

এ বিষয়ে ছেলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি আর আমার বাবা মিলে একটি মহৎ উদ্দেশ্য শুরু করি। এর লক্ষ্যে আমরা এখন ছুটে চলেছি। এই লক্ষ্যে ছুটতে গিয়ে আমরা বর্তমান ৩৮ তম মিশনের ৫ম দিনে অবস্থান করছি বাংলাবান্ধায়। মূলত বাবার শরীর ঠিক রাখতে বাবার সঙ্গে এই পথ চলা শুরু করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত