Ajker Patrika

এই শিকার, এই গান কোকাবুরার

রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর)
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৮: ১৩
এই শিকার, এই গান কোকাবুরার

উচ্চ স্বরে গান গায়, হাসলে হাসতেই থাকে, দেখতেও খুব মিষ্টি। শিকারের প্রয়োজনে আবার এই নরম স্বভাবটা এরা মুহূর্তেই বদলে ফেলে। সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে ইঁদুর, ব্যাঙ, সাপসহ বিভিন্ন সরীসৃপের ওপর। এদের চিৎকার রাতের নিস্তব্ধতায় খুবই ভয়ংকর শোনায়। দিনের আলোয় যা অনেকটাই মানুষের হাসির মতো মনে হবে। বহু গুণের অধিকারী এই ভিনদেশি লাফিং কোকাবুরা পাখি এখন গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কেও রয়েছে।

পার্ক সূত্রে জানা গেছে, অনাপত্তি সার্টিফিকেট ছাড়াই নেদারল্যান্ডস থেকে ১০টি লাফিং কোকাবুরা পাখি নিয়ে আসছিল সিনান বার্ড ব্রিডিং ফার্ম নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। গত ২৮ ডিসেম্বর কার্গো বিমানে করে আনা পাখিগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার করা হয়। সেই রাতেই সাতটি পাখি সাফারি পার্কে পৌঁছে দেওয়া হয়। বাকি তিনটি মারা যায় প্লেনের ভেতরেই। প্রতিটি পাখির মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

পার্কের কর্মকর্তারা জানান, পাখিগুলো আপাতত কোয়ারেন্টিনে রাখা হয়েছে। নির্দিষ্ট সময় শেষে এগুলোকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। নির্দিষ্ট একটি বেষ্টনীতে এগুলো দেখে দর্শনার্থীরা বেশ আনন্দই পাবেন।

সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান জানান, কোকাবুরা পাখি মূলত অস্ট্রেলিয়ার ঘন ইউক্যালিপটাস বনে বাস করে। নীল ডানাযুক্ত এই পাখি দেখতে প্রায় হুড কাকের মতো। এরা খুবই চালাক প্রকৃতির। শিকারে পারদর্শী এই পাখি গড়ে ২০ বছর বেঁচে থাকে।

পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আরও জানান, এই পাখি লুকিয়ে থাকতে পছন্দ করে না। এমনকি মানুষ দেখলেও কোনো ভয় পায় না। কোকাবুরা ভোজনপ্রিয় পাখি। অন্য কারও বাসা নষ্ট করে ছোট ছানা খেয়ে ফেলতে এরা একদমই দ্বিধাবোধ করে না। এমনকি এদের চেয়ে বেশি ওজনের শিকারও নিমেষেই বদ করে। ভয়ংকর বিষাক্ত সাপকে বশ করে খুব সহজেই। সকাল-সন্ধ্যা মিলিয়ে দিনে কমপক্ষে দুবার শিকার করে। খেতে ইচ্ছা করলে বিকেলেও খাবার জোগাড় করে নেয়। কোকাবুরা পাখি ফসলের জন্য ক্ষতির বিভিন্ন কীটপতঙ্গ খেয়ে ফেলে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমদানিকারকেরা অন্য পাখির আড়ালে অনুমতি ছাড়া এগুলো দেশে নিয়ে আসেন। জব্দ হওয়ার পর সব আইনি প্রক্রিয়া শেষ করে আমরা পাখিগুলো বুঝে পাই। পার্কে সাতটি নতুন অতিথি হয়েই আছে লাফিং কোকাবুরা পাখি। এগুলো অস্ট্রেলিয়ান পাখি। শিগগির এগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত