Ajker Patrika

পাইলিং ভেঙে দুর্ভোগ

হিজলা প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৯: ৫৯
পাইলিং ভেঙে দুর্ভোগ

বরিশালের হিজলা উপজেলায় কালভার্টের পাইলিং ভেঙে মাটি সরে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার মেমানিয়া ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন নুর বক্স মাঝি বাড়ির সামনে এর অবস্থান। এই কালভার্টটি দিয়ে মেমানিয়া ইউনিয়নের টেকের হাট হয়ে ইউনিয়ন পরিষদ পেরিয়ে মৌলভির হাট পর্যন্ত দৈনিক হাজারো মানুষের যাতায়াত। জানা যায় দুই মাস হয়েছে এই পাইলিং ভাঙলেও সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

গত ২০১৮-২০১৯ অর্থ বছরে হিজলা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মসূচি আওতায় কালভার্টটি নির্মাণ করা হয়। এর নির্মাণ ব্যয় ১৮ লাখ টাকা। নিম্ন মানের সামগ্রী দিয়ে পাইলিং করা এবং অদক্ষ ব্যবস্থাপনার জন্য এই অবস্থা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা মনে করেন এসব উন্নয়ন প্রকল্প করার সময় প্রশাসনের নজরদারি থাকে না।

সরেজমিনে দেখা যায় কালভার্টটির পাইলিং ভেঙে হেলে পড়ছে। এতে কালভার্ট থেকে নামার রাস্তার একপাশের মাটি সরে খালে গিয়ে পড়ছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।

সাবেক ইউপি সদস্য মতিন কাজী অভিযোগ করেন, ‘৫০ ফুটের কালভার্টের জায়গায় ২০ ফুটের কালভার্ট করলে তো এমনি হবে। নির্মাণ প্রকল্পটিতে সঠিক পরিকল্পনা ছিল না।

মোটরসাইকেল চালক নাসির উদ্দিন বলেন, জীবনের ঝুঁকি নিয়ে এই কালভার্টটা দিয়ে মোটরসাইকেল চালাই। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

এ ব্যাপারে জানতে, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিনকে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।

হিজলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান বলেন, ‘পাইলিং ভেঙে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে ওই সব খালে বৃষ্টি হলে পানির অনেক স্রোত থাকে। যদি এমন কিছু হয়ে থাকে আমি দেখে ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত