Ajker Patrika

দুই সড়কে ঝরল তিন প্রাণ

নরসিংদী ও কুলিয়ারচর প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৮: ৩৫
দুই সড়কে ঝরল তিন প্রাণ

নরসিংদী ও কিশোরগঞ্জে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন। এর মধ্যে নরসিংদীতে দুই মোটরসাইকেল আরোহী নারী এবং কিশোরগঞ্জের কুলিয়ারচরের এক মোটরসাইকেলচালক রয়েছেন।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

নরসিংদী: নরসিংদীতে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই নারী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক। গতকাল শনিবার বেলা ১১টার দিকে পাঁচদোনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কামারগাঁও গ্রামের শান্তা আক্তার (২৬) ও সনমানিয়া গ্রামের নাজমা আক্তার (২২)।

স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ঢাকার দিকে যাচ্ছিলেন। পাঁচদোনা বাজার এলাকা অতিক্রম করার সময় একটি তেলবাহী লরি ওই মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটির চালকসহ তিনজনই মহাসড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই শান্তা আক্তারের মৃত্যু হয়। অপর দুজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর নাজমা আক্তারের মৃত্যু হয়। ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর দুই নারীর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ইটখোলা হাইওয়ে ফাঁড়ির ওসি মো. নূর হায়দার তালুকদার বলেন, ‘আমরা মাধবদী থেকে লরিটি জব্দ করি। তবে চালক পালিয়ে গেছেন।’

কুলিয়ারচর: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও চারজন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের বাজরা বটতলা মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী বিপ্লব দাস (৪৫) ময়মনসিংহের ভালুকা উপজেলার গৌরীপুরের বাসিন্দা। আহতদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বটতলা মোড় এলাকায় ট্রাককে ওভারটেক করলে উল্টোদিক দিকের একটি পিকআপ ভ্যান মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক বিপ্লব সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে অটোরিকশাতে থাকা চারজন আহত হন। চালক পালিয়ে গেলেও জব্দ করা হয় পিকআপ ভ্যানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত