Ajker Patrika

বিষ প্রয়োগে স্ত্রীকে হত্যার অভিযোগ

জামালপুর প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৭: ২৩
বিষ প্রয়োগে স্ত্রীকে হত্যার অভিযোগ

পারিবারিক কলহের জেরে স্ত্রী শারমিন বেগমকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ পাওয়া গেছে মো. শাহিন মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। জামালপুর সদর উপজেলার কেন্দুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন শারমিনের বাবা।

গতকাল সকালে জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারমিনের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাঁকে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে হাসপাতালের রেজিস্ট্রারে উল্লেখ করা হয়েছে।

গতকাল বুধবার খবর পেয়ে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায়। নিহত শারমিন বেগম কেন্দুয়া এলাকার মো. শাহিন মিয়ার স্ত্রী। শাহিন পেশায় একজন রাজমিন্ত্রী। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। সম্প্রতি শারমিনের সন্দেহের সৃষ্টি হয়, তাঁর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। শারমিনকে নির্যাতনের পর পানির সঙ্গে বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে তাঁর পরিবারের পক্ষ থেকে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যার দিকে দ্বিতীয় বিয়ের সন্দেহ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে শারমিনকে মারধর করা হয়। গভীর রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সোমবার সকালে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানকার চিকিৎসকেরা জানান, বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবরের পর স্বামী শাহিন মিয়া লাশ রেখে চলে যান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, এক নারী স্বামীর নির্যাতনে মৃত্যু খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন, ওই গৃহবধূ বিষক্রিয়ায় মারা গেছেন। লাশটি মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। স্বামী পলাতক রয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।।

এ ঘটনায় জামালপুর সদর থানায় শারমিন বেগমের বাবা শামীম হোসেন বুইদে বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত