Ajker Patrika

মাগুরায় নতুন নকশায় হবে স্বাধীনতা স্তম্ভ

মাগুরা প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৭: ০৭
মাগুরায় নতুন নকশায় হবে স্বাধীনতা স্তম্ভ

মাগুরা জেলার ভায়না মোড়ে ছয় রাস্তার মধ্যে অবস্থিত স্বাধীনতা স্তম্ভটি নতুন নকশায় নির্মাণে কাজ শুরু হয়েছে। নতুন নকশার মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভটি নির্মাণ করতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ লাখ টাকা। এ লক্ষ্যে ডিসেম্বর মাসের শেষের দিক থেকে পুরোনো নকশাটি ভেঙে ফেলার প্রস্তুতি চলছে।

পুরোনো নকশার স্তম্ভটি নির্মাণ করা হয় ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন। তখনকার বিএনপির সাংসদ কাজী সালিমুল হক কামাল এটি উদ্বোধন করেন। এই স্তম্ভে চারপাশে রয়েছে মাগুরা জেলার বীর শহীদ মুক্তিযোদ্ধাদের নাম। মূলত মাগুরা জেলার ভায়না এলাকা দিয়ে দক্ষিণাঞ্চলের ১০টি জেলায় এই মোড় দিয়ে যাওয়া যায় বলে এই স্মৃতি স্তম্ভটি অনেকের কাছে পরিচিত।

তবে বর্তমান নকশার পরিবর্তন করতে ২০২০ সালের ২৪ নভেম্বর জেলা পরিষদ মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিতি ছিলেন বর্তমান মাগুরা ১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখরসহ জেলা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির বিভিন্ন নেতারা উপস্থিত থেকে নতুন নকশার পক্ষে মতামত ও সিদ্ধান্ত নেওয়া হয়।

এর প্রেক্ষিতে পুরোনো নকশাটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে জানিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কণ্ডু জানান, এক বছর আগে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থায়ন করছে জেলা পরিষদ ও সার্বিক প্রচেষ্টায় ১ আসনের সাংসদ সাইফুজ্জামার শিখর। প্রাথমিক ভাবে সব মিলিয়ে ৬০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছিল। তবে এখন খরচ কিছুটা কম ধরা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নাম যা আছে এবং বীর শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সেভাবে রাখা হবে শুধু নকশাটির আধুনিক রূপ দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত