Ajker Patrika

এক দিন পরেও তথ্য দেয়নি শিক্ষা অফিস

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬: ৩১
এক দিন পরেও তথ্য দেয়নি শিক্ষা অফিস

এক দিন পার হলেও এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলার পাসের হারের তথ্য দিতে পারেনি শিক্ষা অফিস। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ তথ্য পাওয়া যায়নি। গত বৃহস্পতিবারও কোনো তথ্য দিতে পারেনি তারা। কবে নাগাদ এ তথ্য পাওয়া যাবে, তা বলতে পারেননি কেউ।

এ বিষয়ে কথা বলতে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানমের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফুল ইসলাম বলেন, জেলায় পাসের হার কতভাগ, এমন তথ্য জেলা শিক্ষা অফিসারের কাছে চাওয়া হয়েছে।

এ নিয়ে গণমাধ্যমকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী বলেন, জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে কোনো বিষয়ে তথ্য চাইতে গেলে বেশ বেগ পেতে হয়। অনেক সময় অসংগতিপূর্ণ তথ্য সরবরাহ করা হয়। এতে করে তথ্যবিভ্রাট হয় বলেও অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বোর্ডসহ দেশের আটটি বোর্ডে ফলাফল প্রকাশিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত