আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়া উপজেলার এক কৃষক মাঠপর্যায়ে উন্নতমানের বীজ উৎপাদন করে সফলতা পেয়েছেন। এতে তিনি যেমন আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন, তেমনি এলাকার সাধারণ কৃষকেরা উন্নতমানের বীজ হাতের কাছে পেয়ে উপকৃত হচ্ছেন।
ওই কৃষকের নাম মো. দুলাল মৃধা। তিনি উপজেলার আটঘরিয়া পৌরসভার হাজীপাড়া মহল্লার বাসিন্দা। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহায়তায় এ উন্নতমানের বীজ উৎপাদন করছেন তিনি।
জানা গেছে, মো. দুলাল মৃধা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আধুনিক প্রযুক্তি নেওয়া মাধ্যমে নিজস্ব ১০ বিঘা ও বন্ধক নেওয়া ৩ বিঘা জমিতে চাষাবাদ করেন। এসব জমি থেকে উৎপাদিত ফসল আধুনিক উপায়ে সংরক্ষণ করে বীজ হিসেবে প্রান্তিক কৃষক পর্যায়ে বিক্রি করেন।
কৃষক মো. দুলাল মৃধা বলেন, তাঁর নিজের নয় বিঘা জমিতে চলতি রোপা আমন মৌসুমে জিংকসমৃদ্ধ ব্রি ধান-৮৭ এবং বিনা-১৭, ২২ জাতের প্রদর্শনী প্লট করেছেন। এই জমি থেকে পাওয়া ধান আধুনিক উপায়ে সংরক্ষণ করে কৃষক পর্যায়ে বীজ হিসেবে বিক্রি করা হবে।
মো. দুলাল মৃধা আরও বলেন, এ মৌসুমে তিন বিঘা জমি বন্ধক নিয়ে শিম ও বারি-৩ জাতের মাষকলাইয়ের চাষ করেছেন। সেখান থেকে বীজ উৎপাদন হলে প্রান্তিক কৃষকের মধ্যে তা বিক্রি করবেন তিনি।
এলাকার সাধারণ কৃষক মো. নূর হোসেন বলেন, কৃষক দুলাল মৃধার কাছ থেকে সহজেই বীজ পাওয়া যায়। যা কিনতে আগে শহরে যেত হতো। ভালো বীজ পাওয়া নিয়ে সংশয় ছিল। কিন্তু এখন আর তা নেই। এলাকায় বীজ পাওয়া যায়।
উত্তরচক গ্রামের কৃষক আব্দুল মতিন বলেন, এ ধরনের কৃষকদের সরকারিভাবে পৃষ্ঠপোষকতা ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে কৃষকদের মান উন্নয়ন করা অনেক সহজ হবে।
উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল হক বলেন, কৃষক মো. দুলাল মৃধা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন। কৃষি কর্মকর্তারা তাঁর বীজ উৎপাদনে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজীব আল মারুফ বলেন, কৃষক মো. দুলাল হোসেন মাঠপর্যায়ে আইপিএম ও আইএফএমের প্রশিক্ষণ নিয়ে একজন দক্ষ কৃষকে রূপান্তর হয়েছে। তিনি হাজীপাড়া আইএফএম কৃষক মাঠ স্কুলের সভাপতি। তিনি এখন ওই এলাকার কৃষকদের সংগঠিত করায় ভূমিকা পালন করেন।
পাবনার আটঘরিয়া উপজেলার এক কৃষক মাঠপর্যায়ে উন্নতমানের বীজ উৎপাদন করে সফলতা পেয়েছেন। এতে তিনি যেমন আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন, তেমনি এলাকার সাধারণ কৃষকেরা উন্নতমানের বীজ হাতের কাছে পেয়ে উপকৃত হচ্ছেন।
ওই কৃষকের নাম মো. দুলাল মৃধা। তিনি উপজেলার আটঘরিয়া পৌরসভার হাজীপাড়া মহল্লার বাসিন্দা। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহায়তায় এ উন্নতমানের বীজ উৎপাদন করছেন তিনি।
জানা গেছে, মো. দুলাল মৃধা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আধুনিক প্রযুক্তি নেওয়া মাধ্যমে নিজস্ব ১০ বিঘা ও বন্ধক নেওয়া ৩ বিঘা জমিতে চাষাবাদ করেন। এসব জমি থেকে উৎপাদিত ফসল আধুনিক উপায়ে সংরক্ষণ করে বীজ হিসেবে প্রান্তিক কৃষক পর্যায়ে বিক্রি করেন।
কৃষক মো. দুলাল মৃধা বলেন, তাঁর নিজের নয় বিঘা জমিতে চলতি রোপা আমন মৌসুমে জিংকসমৃদ্ধ ব্রি ধান-৮৭ এবং বিনা-১৭, ২২ জাতের প্রদর্শনী প্লট করেছেন। এই জমি থেকে পাওয়া ধান আধুনিক উপায়ে সংরক্ষণ করে কৃষক পর্যায়ে বীজ হিসেবে বিক্রি করা হবে।
মো. দুলাল মৃধা আরও বলেন, এ মৌসুমে তিন বিঘা জমি বন্ধক নিয়ে শিম ও বারি-৩ জাতের মাষকলাইয়ের চাষ করেছেন। সেখান থেকে বীজ উৎপাদন হলে প্রান্তিক কৃষকের মধ্যে তা বিক্রি করবেন তিনি।
এলাকার সাধারণ কৃষক মো. নূর হোসেন বলেন, কৃষক দুলাল মৃধার কাছ থেকে সহজেই বীজ পাওয়া যায়। যা কিনতে আগে শহরে যেত হতো। ভালো বীজ পাওয়া নিয়ে সংশয় ছিল। কিন্তু এখন আর তা নেই। এলাকায় বীজ পাওয়া যায়।
উত্তরচক গ্রামের কৃষক আব্দুল মতিন বলেন, এ ধরনের কৃষকদের সরকারিভাবে পৃষ্ঠপোষকতা ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে কৃষকদের মান উন্নয়ন করা অনেক সহজ হবে।
উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল হক বলেন, কৃষক মো. দুলাল মৃধা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন। কৃষি কর্মকর্তারা তাঁর বীজ উৎপাদনে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজীব আল মারুফ বলেন, কৃষক মো. দুলাল হোসেন মাঠপর্যায়ে আইপিএম ও আইএফএমের প্রশিক্ষণ নিয়ে একজন দক্ষ কৃষকে রূপান্তর হয়েছে। তিনি হাজীপাড়া আইএফএম কৃষক মাঠ স্কুলের সভাপতি। তিনি এখন ওই এলাকার কৃষকদের সংগঠিত করায় ভূমিকা পালন করেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫