Ajker Patrika

গৃহবধূকে মারধরের অভিযোগ

হিজলা প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৩: ৩১
গৃহবধূকে মারধরের অভিযোগ

বরিশালের হিজলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বরজালিয়া ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে হিজলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে গত শনিবার দিবাগত রাতে শ্রীপুর গ্রামের নাসির গাজির স্ত্রী নাজমা বেগম (২৬) ছোট বাচ্চা নিয়ে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৩টার সময় শৌচাগারে যাওয়ার জন্য বের হন। এ সুযোগে পাশের ঘরের দলু আকন ও তার ছেলে কুদ্দুস আকনের নেতৃত্বে ৫-৭ জন ঘরের দরজা খোলা পেয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। নাজমা বেগম ঘরে ঢুকলে তাঁকে বেদম মারপিট করে। এ সময় নাজমা বেগম চিৎকার দিলে পাশের বাড়ির সেকান্দার বেপারী, দুলাল কাজীর স্ত্রী সাহিদা বেগমসহ আশপাশের মানুষ এগিয়ে আসে। তখন আক্রমণকারীরা পালিয়ে যায়।

গৃহবধূর স্বামী নাসির গাজী বলেন, ‘আমাদের সঙ্গে পার্শ্ববর্তী দলু আকনের জমি নিয়ে বিরোধসহ মামলা মোকদ্দমা চলে আসছে। এর জেরে আমাকে উচ্ছেদ করতে এ ঘটনা ঘটিয়েছে।’

দলু আকন ও তার ছেলে কুদ্দুস আকনকে বাড়িতে গিয়ে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত