Ajker Patrika

বাংলাদেশ নিয়ে আর্কাইভ

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১২: ১৭
বাংলাদেশ নিয়ে আর্কাইভ

নরসিংদীর বেলাবতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে গড়ে উঠেছে ‘বাংলাদেশ প্রজন্ম তথ্য স্মৃতি আর্কাইভ ও গ্রন্থাগার’। এখানে সংরক্ষণ করা হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক বই, মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ডকুমেন্টারি ও মুক্তিযোদ্ধাদের হাতে লেখা। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই গ্রন্থাগার স্থানীয় নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস

তুলে ধরতে কাজ করছে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। রুমেল আফ্রাদ রুবেল নামের এক সাংবাদিক এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

সরেজমিনে ওই গ্রন্থাগারে দেখা যায় শেলফে সাজানো আছে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন বই। দেওয়ালে টানানো আছে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক ছবি। বর্তমানে এই আর্কাইভ ও গ্রন্থাগারে রয়েছে মুক্তিযুদ্ধের অংশ নেওয়া প্রায় ৫ হাজার মুক্তিযোদ্ধা সাক্ষাৎকারের ভিডিও ও স্বহস্থে লিখিত মুক্তিযুদ্ধের ইতিহাস।

এ ব্যাপারে শিক্ষাবিদ ও লেখক ড. মশিউর রহমান মৃধা বলেন, ‘এই প্রতিষ্ঠানটি নিঃসন্দেহে দেশের অন্যতম বেসরকারি ইতিহাস সংরক্ষণকারী প্রতিষ্ঠান। আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রুমেল আফ্রাদকে ধন্যবাদ জানাচ্ছি এমন উদ্যোগ নেওয়ার জন্য।’

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রুমেল আফ্রাদ রুবেল জানান, বাংলাদেশের ইতিহাস ও বর্তমানকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই আমার এই উদ্যোগ। এই আর্কাইভ ও গ্রন্থাগারে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের পাশাপাশি প্রত্যেক শ্রেণি পেশার মানুষের ডকুমেন্টারি সংগ্রহ করা হয়। এখনো পর্যন্ত নিজস্ব অর্থায়নে পরিচালনা করছি। তবে কাজের পরিধি বাড়াতে সরকারের সাহায্য প্রয়োজন।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন শাহীন বলেন, ‘প্রতিষ্ঠানটি এ অঞ্চলের মানুষের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির প্রার্থী বাছাই শেষ হওয়ার পথে

চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে

মামুনুরের খোঁজ মেলেনি ৫ দিনেও, ক্লু নেই সিসিটিভি ফুটেজে

নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর অভিযোগ তদন্ত করছে ডাকসু নির্বাচন কমিশন

বাংলাদেশের বিদায়ে ৪১ বছরে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত