Ajker Patrika

মাদক মামলায় ৩ জনের তিন বছরের কারাদণ্ড

বিয়ানীবাজার প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৯: ০২
মাদক মামলায় ৩ জনের তিন বছরের কারাদণ্ড

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাদক মামলায় তিন আসামির তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত মঙ্গলবার বিকেলে বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম (ম্যাজিস্ট্রেট) আদালতের হাকিম মোহাম্মদ জিয়াউল হক এই রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন-সিলেটের বিয়ানীবাজার উপজেলার মিনহাজুর রহমান অপু (২৫), মো. সারোয়ার হোসেন রাজু (২৪) ও জাকির হোসেন (২৮)।

রায় ঘোষণার সময় আদালতে মিনহাজুর রহমান অপু ছাড়া অপর দুই আসামি উপস্থিত ছিলেন। আদালত মিনহাজুর রহমান অপুর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) গোপাল চন্দ্র দত্ত তিন আসামির ৩ বছরের সশ্রম কারাদণ্ডের বিষয় নিশ্চিত করে বলেন, এদের মধ্যে এক আসামি পলাতক রয়েছেন। অন্য দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১৪ ডিসেম্বর শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালায়। অভিযানে উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাথল চা বাগান রোডের মোড় থেকে আসামিদের বহনকারী প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে প্রায় ১৪ লিটার চোলাই মদ উদ্ধার করে দলটি। এ সময় মিনহাজুর রহমান অপু, মো. সারোয়ার হোসেন রাজু ও জাকির হোসেনকে আট করে পুলিশ। এ ঘটনায় তিনজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রতন কুমার হালদার তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত