সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
টানা তিন দিনের ছুটিকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে যাত্রীদের অতিরিক্ত চাপ দেখা গেছে। তবে গতকাল শুক্রবার কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিমকে মহাসড়কে কাজ করতে দেখা গেছে। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় সরেজমিনে এমনই চিত্র লক্ষ করা গেছে।
সরেজমিনে দেখা যায়, যানবাহন-সংকটের কারণে যাত্রীদের দীর্ঘক্ষণ মহাসড়কে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে যাত্রীদের অভিযোগ, বাস কাউন্টারগুলোয় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তবে বাড়তি ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করছেন টিকিট কাউন্টার মালিকেরা। তাঁদের দাবি, সরকারের নির্ধারিত ভাড়াই যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে। যানবাহন কম থাকায় অনেককেই বাধ্য হয়ে বাড়তি ভাড়ায় মাইক্রোবাসে করে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।
হাফিজুর রহমান নামের এক যাত্রী বলেন, ‘যাত্রী বেশি থাকায় আজও (শুক্রবার) বাস ড্রাইভাররা বেশি ভাড়া নিচ্ছেন। ২০০ টাকার ভাড়া ৬০০ থেকে ৭০০ টাকা চাচ্ছেন। যেতে তো হবেই, তাই বাড়তি ভাড়া দিয়েই গ্রামে যাচ্ছি।’ সফিকুর রহমান নামের আরেক যাত্রী জানান, পরিবার নিয়ে ফেনী যাবেন। ৩০ মিনিট ধরে শিমরাইল মোড়ে বাসের জন্য অপেক্ষা করছেন তিনি। কিন্তু শিমরাইল মোড়ে বাস পাননি। আসবে কি না তাও জানেন না।
ড্রিমলাইন পরিবহনের বাসচালক আলমগীর হোসেন বলেন, ‘প্রতিটি পয়েন্টে যাত্রীর চাপ বেশি থাকায় আমাদের নির্দিষ্ট সময়ে বাসস্ট্যান্ডগুলোয় আসা সম্ভব হচ্ছে না। তবে গত বৃহস্পতিবার রাতের তুলনায় গতকাল যাত্রীদের চাপ কিছুটা কম বলে জানান তাঁরা।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, টানা ছুটির কারণে মহাসড়কে যাত্রীদের চাপ বেশি আছে। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের ছয়-সাতটি দল মহাসড়কে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট কোনো পয়েন্ট ছাড়া বাস থামতে দেওয়া হচ্ছে না। মহাসড়কের কোথাও কোনো যানজট তৈরির খবর পাননি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
টানা তিন দিনের ছুটিকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে যাত্রীদের অতিরিক্ত চাপ দেখা গেছে। তবে গতকাল শুক্রবার কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিমকে মহাসড়কে কাজ করতে দেখা গেছে। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় সরেজমিনে এমনই চিত্র লক্ষ করা গেছে।
সরেজমিনে দেখা যায়, যানবাহন-সংকটের কারণে যাত্রীদের দীর্ঘক্ষণ মহাসড়কে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে যাত্রীদের অভিযোগ, বাস কাউন্টারগুলোয় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তবে বাড়তি ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করছেন টিকিট কাউন্টার মালিকেরা। তাঁদের দাবি, সরকারের নির্ধারিত ভাড়াই যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে। যানবাহন কম থাকায় অনেককেই বাধ্য হয়ে বাড়তি ভাড়ায় মাইক্রোবাসে করে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।
হাফিজুর রহমান নামের এক যাত্রী বলেন, ‘যাত্রী বেশি থাকায় আজও (শুক্রবার) বাস ড্রাইভাররা বেশি ভাড়া নিচ্ছেন। ২০০ টাকার ভাড়া ৬০০ থেকে ৭০০ টাকা চাচ্ছেন। যেতে তো হবেই, তাই বাড়তি ভাড়া দিয়েই গ্রামে যাচ্ছি।’ সফিকুর রহমান নামের আরেক যাত্রী জানান, পরিবার নিয়ে ফেনী যাবেন। ৩০ মিনিট ধরে শিমরাইল মোড়ে বাসের জন্য অপেক্ষা করছেন তিনি। কিন্তু শিমরাইল মোড়ে বাস পাননি। আসবে কি না তাও জানেন না।
ড্রিমলাইন পরিবহনের বাসচালক আলমগীর হোসেন বলেন, ‘প্রতিটি পয়েন্টে যাত্রীর চাপ বেশি থাকায় আমাদের নির্দিষ্ট সময়ে বাসস্ট্যান্ডগুলোয় আসা সম্ভব হচ্ছে না। তবে গত বৃহস্পতিবার রাতের তুলনায় গতকাল যাত্রীদের চাপ কিছুটা কম বলে জানান তাঁরা।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, টানা ছুটির কারণে মহাসড়কে যাত্রীদের চাপ বেশি আছে। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের ছয়-সাতটি দল মহাসড়কে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট কোনো পয়েন্ট ছাড়া বাস থামতে দেওয়া হচ্ছে না। মহাসড়কের কোথাও কোনো যানজট তৈরির খবর পাননি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪