Ajker Patrika

দুর্ভোগ নিয়েই গ্রামের দিকে ছুটছেন মানুষ, বাড়তি ভাড়া

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
দুর্ভোগ নিয়েই গ্রামের দিকে ছুটছেন মানুষ, বাড়তি ভাড়া

টানা তিন দিনের ছুটিকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে যাত্রীদের অতিরিক্ত চাপ দেখা গেছে। তবে গতকাল শুক্রবার কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিমকে মহাসড়কে কাজ করতে দেখা গেছে। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় সরেজমিনে এমনই চিত্র লক্ষ করা গেছে।

সরেজমিনে দেখা যায়, যানবাহন-সংকটের কারণে যাত্রীদের দীর্ঘক্ষণ মহাসড়কে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে যাত্রীদের অভিযোগ, বাস কাউন্টারগুলোয় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তবে বাড়তি ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করছেন টিকিট কাউন্টার মালিকেরা। তাঁদের দাবি, সরকারের নির্ধারিত ভাড়াই যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে। যানবাহন কম থাকায় অনেককেই বাধ্য হয়ে বাড়তি ভাড়ায় মাইক্রোবাসে করে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।

হাফিজুর রহমান নামের এক যাত্রী বলেন, ‘যাত্রী বেশি থাকায় আজও (শুক্রবার) বাস ড্রাইভাররা বেশি ভাড়া নিচ্ছেন। ২০০ টাকার ভাড়া ৬০০ থেকে ৭০০ টাকা চাচ্ছেন। যেতে তো হবেই, তাই বাড়তি ভাড়া দিয়েই গ্রামে যাচ্ছি।’ সফিকুর রহমান নামের আরেক যাত্রী জানান, পরিবার নিয়ে ফেনী যাবেন। ৩০ মিনিট ধরে শিমরাইল মোড়ে বাসের জন্য অপেক্ষা করছেন তিনি। কিন্তু শিমরাইল মোড়ে বাস পাননি। আসবে কি না তাও জানেন না।

ড্রিমলাইন পরিবহনের বাসচালক আলমগীর হোসেন বলেন, ‘প্রতিটি পয়েন্টে যাত্রীর চাপ বেশি থাকায় আমাদের নির্দিষ্ট সময়ে বাসস্ট্যান্ডগুলোয় আসা সম্ভব হচ্ছে না। তবে গত বৃহস্পতিবার রাতের তুলনায় গতকাল যাত্রীদের চাপ কিছুটা কম বলে জানান তাঁরা।’

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, টানা ছুটির কারণে মহাসড়কে যাত্রীদের চাপ বেশি আছে। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের ছয়-সাতটি দল মহাসড়কে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট কোনো পয়েন্ট ছাড়া বাস থামতে দেওয়া হচ্ছে না। মহাসড়কের কোথাও কোনো যানজট তৈরির খবর পাননি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত