Ajker Patrika

চাচাকে কুপিয়ে জখম করলেন ভাতিজা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১১: ৩১
চাচাকে কুপিয়ে জখম করলেন ভাতিজা

চরমোনাই পীর পরিবারের দুই পক্ষে বিরোধ দেখা দিয়েছে। গত শুক্রবার রাতে চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের ছেলে ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ভাতিজা মুজাহিদুল করীমের বিরুদ্ধে।

বরিশাল সদর উপজেলার চরমোনাই গ্রামের ‘নলছিটি হুজুরের বাড়ির’ সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা আহত কাজী মামুন খানকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং পীরের ভাই সৈয়দ জিয়াউল করীম এ ঘটনায় ভিন্নমত পোষণ করেছেন।

আহত কাজী মামুন খান মুফতি ফয়জুল করীম ও চরমোনাই পীরের ফুপাতো ভাই। আহতের মেয়ে সায়মা আক্তার জানান, পারিবারিক বিরোধের জেরে তাঁর বাবাকে কুপিয়ে জখম করা হয়েছে। তাঁকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে পীরের ভাই ও চরমোনাইয়ের ইউপি চেয়ারম্যান সৈয়দ জিয়াউল করীম বলেন, তাঁর ফুপাতো ভাই কাজী মামুন খান একজন প্রতারক। বিভিন্ন লোকজন তাঁর কাছে টাকা পান এবং তাঁকে খোঁজ করছেন। শুক্রবার মাগরিবের নামাজের পর অজ্ঞাত কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে ঝটিকা অভিযান চালিয়ে তাঁকে (মামুন) জখম করে পালিয়ে যান। জিয়াউল করীম দাবি করেন, পাওনাদাররাই কাজী মামুনের ওপর হামলা করেছেন। ঘটনার সময় তাঁর ভাতিজা মুজাহিদুল করীম তাঁর সঙ্গে মসজিদে ছিলেন।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, কুপিয়ে জখমের ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত