Ajker Patrika

বিচার দাবিতে গোয়ালন্দে মহাসড়ক অবরোধ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬: ০৪
বিচার দাবিতে  গোয়ালন্দে মহাসড়ক অবরোধ

‘তিন বছর আগে আরাধনকে খুন করেছে তার বিচার পাইনি। আজ তিন দিন হলো ছোট ভাই সুর্জয়ও খুন হয়েছে সেই খুনেরও কোনো অগ্রগতি নেই, আমরা গরিব বলে কি বিচার পাব না।’

গতকাল রোববার বিকেলে দুই ভাইদের হত্যার বিচার দাবিতে মানববন্ধনে এসে এভাবেই আর্তনাদ করছিলেন খুন হওয়া আরাধন ও সুর্জয়ের বোন দুর্গা বিশ্বাস। হত্যার বিচার দাবিতে রোববার বিকেলে এলাকাবাসী দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

আরাধন ও সুর্জয়ের স্বজনেরা বলেন, ‘তিন বছর আগে প্রতিবেশীর ব্যাটের আঘাতে আরাধনের মৃত্যু হয়। গত শুক্রবার সুর্জয় বিশ্বাসকে (২১) হত্যা করে তাঁর জীবিকার একমাত্র মাধ্যম ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এক ভাইয়ের হত্যার বিচার হয়নি এখনো, এরি মধ্যে আরেক ভাই খুন।’

মানববন্ধনের একপর্যায়ে শত শত মানুষ মহাসড়কে বসে বিক্ষোভ করতে থাকে। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে মহাসড়কের যাতায়াতের দুই পাশে যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া এলাকা থেকে গাছের গোড়ায় বাঁধা ও গলায় গামছা প্যাঁচানো সুর্জয়ের লাশ উদ্ধার করে ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ। এ ঘটনায় ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত