Ajker Patrika

বাঞ্ছারামপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৫: ১০
বাঞ্ছারামপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ফরদাবাদ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার ড. রওশন আলম কলেজে তাঁদের এ সংবর্ধনা প্রদান করা হয়। ইউনিয়নবাসীর পক্ষ থেকে মেজর (অবসরপ্রাপ্ত) নুরুল আফসার খন্দকারের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

মেজর (অবসরপ্রাপ্ত) নুরুল আফসার খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধার ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম আবুল, বর্তমান চেয়ারম্যান মো. মহিউদ্দীন আহমেদ সেলিম, নবনির্বাচিত চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম রাশেদ, ড. রওশন আলম কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমুখ। এ ছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত