Ajker Patrika

বন বিভাগের নামে মাসোয়ারা আদায়

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৪: ৪৬
বন বিভাগের নামে   মাসোয়ারা   আদায়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট এলাকায় টোকেন দিয়ে টলি গাড়ি থেকে মাসোয়ারা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। হাইওয়ে পুলিশ ও বন বিভাগের নাম ব্যবহার করে মো. রাশেদ নামের এক ব্যক্তি চালকদের কাছ থেকে মাসিক ১ হাজার টাকা করে নেন বলে জানা গেছে।

সরেজমিনে জানা গেছে, গত শনিবার দুপুরে টলি চালক মো. হেলালকে মো. রাশেদ নামের ওই ব্যক্তি একটি টোকেন দিয়ে ১ হাজার টাকা দাবি করেন। রাশেদ হাইওয়ে পুলিশ ও বন বিভাগের নাম ব্যবহার করে তাদের কাছ থেকে মাসিক ১ হাজার টাকা করে নেন। টাকা না দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গাড়ি আটকে রাখার চেষ্টা করেন।

টোকেনে লেখা ছিল ‘ট্রাফিক আইন মেনে চলুন, কাঠ বহন নিষেধ। তবে মার্চ-২০২২-নামের ঘরে চালক শব্দটি হাতে লিখে দিচ্ছে। নিচে ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি’ লেখা রয়েছে। এ টোকেন ব্যবহার করে রাশেদ দীর্ঘদিন ধরে মালামাল বহনকারী যানবাহন থেকে অবৈধভাবে অর্থ আদায় করছেন বলে চালকদের অভিযোগ। রাশেদ বাগিচা হাটের পশ্চিম পাশে আবদুল সালাম ফকিরের ছেলে বলে জানিয়েছেন টলি চালক হেলাল।

এ ব্যাপারে রাশেদ বলেন, তিনি হাইওয়ে পুলিশ থেকে অনুমোদন নিয়ে এ টোকেন ব্যবহার করে টাকা আদায় করছেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম বলেছেন, তিনি রাশেদ নামে কাউকে চিনেন না। এ ধরণের টোকেন ব্যবহার করা সম্পর্কে জানেন না বলে তিনি জানান।

তবে দোহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বন কর্মকর্তা মাহবুল আলম বলেন, চন্দনাইশের দোহাজারী থেকে মোজাফ্ফরাবাদ পর্যন্ত বাগিচাহাটসহ ১৫টি পয়েন্টে তাঁদের চেক পোস্ট রয়েছে। তবে সড়কে গাড়ি আটকানোর সুযোগ তাঁদের নেই। বাগিচাহাট এলাকায় তাঁদের একজন হেডম্যান তথা ভিলেজার শাহাবুদ্দীন থাকেন।

শাহাবুদ্দীন বলেন, দীর্ঘ এক বছর ধরে এ রেঞ্জে চাকরি করছেন তিনি। রাশেদ নামে কাউকে চিনেন না এবং এ ধরণের ঘটনার সঙ্গে বন বিভাগের কেউ জড়িত নয় বলে তিনি দাবি করেন। তবে তাঁদের সঙ্গে আর কারা কারা রয়েছে বিষয়টি খুঁজে বের করা দরকার বলেও তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত