চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট এলাকায় টোকেন দিয়ে টলি গাড়ি থেকে মাসোয়ারা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। হাইওয়ে পুলিশ ও বন বিভাগের নাম ব্যবহার করে মো. রাশেদ নামের এক ব্যক্তি চালকদের কাছ থেকে মাসিক ১ হাজার টাকা করে নেন বলে জানা গেছে।
সরেজমিনে জানা গেছে, গত শনিবার দুপুরে টলি চালক মো. হেলালকে মো. রাশেদ নামের ওই ব্যক্তি একটি টোকেন দিয়ে ১ হাজার টাকা দাবি করেন। রাশেদ হাইওয়ে পুলিশ ও বন বিভাগের নাম ব্যবহার করে তাদের কাছ থেকে মাসিক ১ হাজার টাকা করে নেন। টাকা না দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গাড়ি আটকে রাখার চেষ্টা করেন।
টোকেনে লেখা ছিল ‘ট্রাফিক আইন মেনে চলুন, কাঠ বহন নিষেধ। তবে মার্চ-২০২২-নামের ঘরে চালক শব্দটি হাতে লিখে দিচ্ছে। নিচে ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি’ লেখা রয়েছে। এ টোকেন ব্যবহার করে রাশেদ দীর্ঘদিন ধরে মালামাল বহনকারী যানবাহন থেকে অবৈধভাবে অর্থ আদায় করছেন বলে চালকদের অভিযোগ। রাশেদ বাগিচা হাটের পশ্চিম পাশে আবদুল সালাম ফকিরের ছেলে বলে জানিয়েছেন টলি চালক হেলাল।
এ ব্যাপারে রাশেদ বলেন, তিনি হাইওয়ে পুলিশ থেকে অনুমোদন নিয়ে এ টোকেন ব্যবহার করে টাকা আদায় করছেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম বলেছেন, তিনি রাশেদ নামে কাউকে চিনেন না। এ ধরণের টোকেন ব্যবহার করা সম্পর্কে জানেন না বলে তিনি জানান।
তবে দোহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বন কর্মকর্তা মাহবুল আলম বলেন, চন্দনাইশের দোহাজারী থেকে মোজাফ্ফরাবাদ পর্যন্ত বাগিচাহাটসহ ১৫টি পয়েন্টে তাঁদের চেক পোস্ট রয়েছে। তবে সড়কে গাড়ি আটকানোর সুযোগ তাঁদের নেই। বাগিচাহাট এলাকায় তাঁদের একজন হেডম্যান তথা ভিলেজার শাহাবুদ্দীন থাকেন।
শাহাবুদ্দীন বলেন, দীর্ঘ এক বছর ধরে এ রেঞ্জে চাকরি করছেন তিনি। রাশেদ নামে কাউকে চিনেন না এবং এ ধরণের ঘটনার সঙ্গে বন বিভাগের কেউ জড়িত নয় বলে তিনি দাবি করেন। তবে তাঁদের সঙ্গে আর কারা কারা রয়েছে বিষয়টি খুঁজে বের করা দরকার বলেও তিনি জানান।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট এলাকায় টোকেন দিয়ে টলি গাড়ি থেকে মাসোয়ারা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। হাইওয়ে পুলিশ ও বন বিভাগের নাম ব্যবহার করে মো. রাশেদ নামের এক ব্যক্তি চালকদের কাছ থেকে মাসিক ১ হাজার টাকা করে নেন বলে জানা গেছে।
সরেজমিনে জানা গেছে, গত শনিবার দুপুরে টলি চালক মো. হেলালকে মো. রাশেদ নামের ওই ব্যক্তি একটি টোকেন দিয়ে ১ হাজার টাকা দাবি করেন। রাশেদ হাইওয়ে পুলিশ ও বন বিভাগের নাম ব্যবহার করে তাদের কাছ থেকে মাসিক ১ হাজার টাকা করে নেন। টাকা না দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গাড়ি আটকে রাখার চেষ্টা করেন।
টোকেনে লেখা ছিল ‘ট্রাফিক আইন মেনে চলুন, কাঠ বহন নিষেধ। তবে মার্চ-২০২২-নামের ঘরে চালক শব্দটি হাতে লিখে দিচ্ছে। নিচে ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি’ লেখা রয়েছে। এ টোকেন ব্যবহার করে রাশেদ দীর্ঘদিন ধরে মালামাল বহনকারী যানবাহন থেকে অবৈধভাবে অর্থ আদায় করছেন বলে চালকদের অভিযোগ। রাশেদ বাগিচা হাটের পশ্চিম পাশে আবদুল সালাম ফকিরের ছেলে বলে জানিয়েছেন টলি চালক হেলাল।
এ ব্যাপারে রাশেদ বলেন, তিনি হাইওয়ে পুলিশ থেকে অনুমোদন নিয়ে এ টোকেন ব্যবহার করে টাকা আদায় করছেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম বলেছেন, তিনি রাশেদ নামে কাউকে চিনেন না। এ ধরণের টোকেন ব্যবহার করা সম্পর্কে জানেন না বলে তিনি জানান।
তবে দোহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বন কর্মকর্তা মাহবুল আলম বলেন, চন্দনাইশের দোহাজারী থেকে মোজাফ্ফরাবাদ পর্যন্ত বাগিচাহাটসহ ১৫টি পয়েন্টে তাঁদের চেক পোস্ট রয়েছে। তবে সড়কে গাড়ি আটকানোর সুযোগ তাঁদের নেই। বাগিচাহাট এলাকায় তাঁদের একজন হেডম্যান তথা ভিলেজার শাহাবুদ্দীন থাকেন।
শাহাবুদ্দীন বলেন, দীর্ঘ এক বছর ধরে এ রেঞ্জে চাকরি করছেন তিনি। রাশেদ নামে কাউকে চিনেন না এবং এ ধরণের ঘটনার সঙ্গে বন বিভাগের কেউ জড়িত নয় বলে তিনি দাবি করেন। তবে তাঁদের সঙ্গে আর কারা কারা রয়েছে বিষয়টি খুঁজে বের করা দরকার বলেও তিনি জানান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪