Ajker Patrika

বকেয়া বেতনের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১২: ১২
বকেয়া বেতনের  দাবিতে সাংবাদিকদের  মানববন্ধন

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সাংবাদিকদের বকেয়া বেতন পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। গতকাল দুপুরে মহানগরীর দরিখরবোনা মোড়ে আরইউজে আয়োজিত এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

গণমাধ্যমকর্মীদের চাকরি শর্তাবলি আইন দ্রুত পাস, নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন, সব প্রতিষ্ঠানে সাংবাদিকদের নিয়োগপত্র ও বেতন-ভাতা নিয়মিত দেওয়া, বকেয়া পরিশোধ, জাতীয় সম্প্রচার আইন দ্রুত প্রণয়নসহ আট দফা বাস্তবায়নের দাবিতে আরইউজে এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, নবম ওয়েজ বোর্ড তো দূরের কথা, নানা অজুহাতে বহুদিন থেকে সাংবাদিকদের বেতন ও ভাতা দেওয়া হচ্ছে না। আঞ্চলিক গণমাধ্যমগুলোর পাশাপাশি জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোতেও এমনটি দেখা যাচ্ছে।

আরইউজে সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, কার্যনির্বাহী সদস্য বদরুল হাসান লিটন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

প্রায় ৭ লাখ টাকার ধার শোধ না করায় এসপি থেকে অতিরিক্ত এসপি হলেন নিহার রঞ্জন হাওলাদার

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত